শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
দক্ষিণ সুনামগঞ্জে ফারুক আহমদ, নুর হোসেন ও দুলন রাণী তালুকদার বিজয়ী

দক্ষিণ সুনামগঞ্জে ফারুক আহমদ, নুর হোসেন ও দুলন রাণী তালুকদার বিজয়ী

amarsurma.com

কাজী জমিরল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান সতন্ত্র মো. ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার বিজয়ী হয়েছেন।
রবিবার রাত ৯টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নাম উল্লেখ করে ফলাফল ঘোষণা করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ডাঃ মো. মানছুরুল হক।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (আনারস) প্রতীকে সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমদ ৩৫ হাজার ১৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) হাজী আবুল কালাম পেয়েছেন ২২ হাজার ২০৭ ভোট।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মাইক প্রতিকে প্রভাষক মো. নুর হোসেন ২০ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোশারফ হোসেন জাকির (চশমা) প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৯৫১ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. আতাউর রহমান (তালা) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮২৭ ভোট, জমির হোসেন জামিল (টিউবওয়েল) প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৬৯ ভোট, শহিদুল ইসলাম (বৈদ্যুতিক বাল্প) প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫৫ ভোট, সিতাংশু শেখর ধর সিতু (উড়োজাহাজ) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৮৪ ভোট, কামাল পারভেজ সাজন (টিয়াপাখি) প্রতীকে ৬ হাজার ৪০৫ ভোট পেয়েছেন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে দুলন রানী তালুকদার (পদ্মফুল) প্রতীকে ১৮ হাজার ৯৩৫ ভোট বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রফিকা মহির (ফুটবল) প্রতিকে ১৬ হাজার ২২০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. রুবিনা বেগম (কলস) প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৪৩২ ভোট, এ্যাড. হেলিনা আক্তার পেয়েছেন ৯ হাজার ৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: