শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
দক্ষিণ সুনামগঞ্জে মৎস্য অফিসের উদ্যোগে ২ লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্দ

দক্ষিণ সুনামগঞ্জে মৎস্য অফিসের উদ্যোগে ২ লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্দ

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ও দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অবৈধ কারেন্ট জাল উদ্ধার অভিযান পরিচালনা করে কারেন্ট জাল জব্দ ও এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার সাহার নেতৃত্বে ও দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই মো. জিউয়াউর রহমান সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে অবৈধভাবে পাথারিয়া বাজারে বিক্রির জন্য আনা প্রায় ২ লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্দ ও এক ব্যক্তিকে আটক করা হয়।
এ সময় মো. কামাল মিয়া (৪২)-কে আটক করা হয়। সে জামালগঞ্জ থানাধীন রাজীব নগর গ্রামের মৃত ফজর আলীর ছেলে।
পরে উদ্ধার হওয়া অবৈধ কারেন্ট জালগুলি পাথারিয়া বাজারে জনসম্মুখে পোড়ানো হয়। পরে ঐব্যক্তিকে মুচলেখায় মুক্তি দেয়া হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার সাহা বলেন, পোনা মাছের বংশ বিস্তার ও মাছ বৃদ্ধির লক্ষ্যে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: