শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
দক্ষিণ সুরমায় পরিবেশ রক্ষার দাবীতে সভা অনুষ্ঠিত

দক্ষিণ সুরমায় পরিবেশ রক্ষার দাবীতে সভা অনুষ্ঠিত

কে এম তাহমিদ হাসান, দক্ষিণ সুরমা থেকে: দক্ষিণ সুরমার পারাইরচকে সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্যরে দুর্গন্ধে পরিবেশ বিপর্যয় ও বিভিন্ন খাল, বিল ও নদী নালার পানি দূষিত হয়ে মাছের বংশ ধ্বংস হওয়ার কারণে পরিবেশ রক্ষার দাবীতে গতকাল ২৪ এপ্রিল সোমবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদের আহ্বানে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা পান্না, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মকন মিয়া, জালালপুর ইউপি চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, দাউদপুর ইউপি চেয়ারম্যান এইচ এম খলিল, কামালবাজার ইউপি প্রশাসক চন্দন দত্ত, মোগলাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান আতাউর রহমান টুনু, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, বিশিষ্ট মুরব্বি সাইস্তা মিয়া, হাজী বাবুল মিয়া, ইছন মিয়া, সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক ও নূরুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহমদ হোসেন খোকন, কামালবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিউল ইসলাম, শরিফ উদ্দিন মেম্বার, টিপু মেম্বার, লিটু মেম্বার, সমছ উদ্দিন মেম্বার, রাহাদুজ্জামান প্রমুখ। সভায় দক্ষিণ সুরমার পারাইরচকে বর্জ্যরে দুর্গন্ধে পরিবেশ বিপর্যয় ও খাল, বিল নালার পানি দূষিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। বিষয়টি স্থায়ী সমাধানের লক্ষ্যে সভায় উপজেলা চেয়ারম্যান আবু জাহিদকে আহবায়ক করে ও মুক্তিযোদ্ধা সুবল চন্দ পালকে সদস্য সচিব করে উপজেলা পরিবেশ রক্ষা কমিটি গঠন করা হয়। সভায় মানববন্ধন কর্মসূচীসহ বিভাগীয় কমিশনার ও বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: