বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
দারুল আরকাম মাদ্রাসা প্রকল্প দ্রুত বাস্তবায়নে পরিকল্পনা মন্ত্রীর আশ্বাস

দারুল আরকাম মাদ্রাসা প্রকল্প দ্রুত বাস্তবায়নে পরিকল্পনা মন্ত্রীর আশ্বাস

amarsurma.com

আবদুর রহমান জামী, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রতিষ্ঠিত “দারুল আরকাম মাদ্রাসা” প্রকল্প দ্রুত বাস্তবায়নে আশ্বাস প্রদান করেছেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।দেশে করোনা দুর্যোগকালীন দারুল আরকাম মাদ্রাসার শিক্ষকদের করোনা যোদ্ধা হিসেবে নিরলস মানবিক সেবা কার্যক্রমে মন্ত্রী সন্তুষ্টি প্রকাশ করে শিক্ষকদের প্রশংসা করেন।

এদিকে ১২ সেপ্টেম্বর সরকার শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ চালু করার নির্দেশনা দিলে ইসলামিক ফাউন্ডেশন’র মহাপরিচালক ও ধর্ম প্রতিমন্ত্রী মহোদয়ের সম্মতি নিয়ে শিক্ষকগণ দারুল আরকাম মাদ্রাসা গুলোতে শিক্ষা কার্যক্রম চালু করলেও এখনো পর্যন্ত অফিশিয়াল নির্দেশ পাওয়া যায়নি।

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী “দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা” স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্পটি অনুমোদন দিলেও অফিসিয়াল জটিলতায় এখনো বাস্তবায়ন না হওয়ায় গত জানুয়ারী ২০২০ইং থেকে প্রকল্পে কর্মরত ২০২০ জন শিক্ষক-শিক্ষিকা ২১ মাস বেতন-ভাতা থেকে বঞ্চিত রয়েছেন, করোনাকালীন অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছেন।

বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি মুফতী জয়নুল আবেদীনের নেতৃত্বে একটি শিক্ষক প্রতিনিধিদল শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রীর নিজস্ব বাসভবনে সাক্ষাৎ করেন।

এ সময় সমিতির সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধার সন্তান মুফতী মুনাওয়ার হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা মুনীরুজ্জামান গোপালগঞ্জী, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা জাকারিয়া মাহবুব, সাধারণ সম্পাদক মাওলানা মাহফুজুল ইসলাম মাসুম, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলনা ফায়জুল হাসান, শিক্ষা সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা শাহেদ আহমদ, সহ-সভাপতি মাওলানা তৈয়বুর রহমান, সুনামগঞ্জ জেলার শিক্ষক মাওঃ আঃ হক, মাওঃ মুস্তাক আহমদ, মাওঃ শাব্বির আহমদ সর্দার, মাওঃ মতিউর রহমান, মাওঃ কবির আহমদ, মাওঃ খোবাইব আহমদ, মাওঃ শামছুজ্জামান, মাওঃ আবু নাঈম ইয়াহ ইয়া, মাওঃ মনসুরুল হাসান, মাওঃ তৈমুল হক, মাওঃ জান্নাতুল ইসলাম, মাওঃ আলম নুর, মাওঃ মসিউর রহমানগং প্রমুখ উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী শিক্ষক-শিক্ষিকাগণ দ্রুত প্রকল্পটি বাস্তবায়নে পরিকল্পনামন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় সমূহের কর্মকর্তাগণের সদয় সহানুভূতি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: