বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
‘দাড়ি’ রাখাকে কটাক্ষ করে ইফা থেকে অফিস আদেশ জারি

‘দাড়ি’ রাখাকে কটাক্ষ করে ইফা থেকে অফিস আদেশ জারি

আমার সুরমা ডটকম : এবার ‘দাড়ি’কে কটাক্ষ করে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) থেকে অফিস আদেশ জারি করা হয়েছে। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ফিল্ড সুপারভাইজারদের বদলির আদেশে একজন সুপারভাইজারের নামের শেষে ‘দাড়িওয়ালা’ বলে বিদ্রƒপ করা হয়। বৃটিশ, পাকিস্তান শাসনামল এবং স্বাধীন বাংলাদেশেও এ ধরনের ঘটনা নজিরবিহীন বলে ধর্ম মন্ত্রণালয় সূত্র জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, সূত্র নং ৩৪৯৪/মউশিক/প্রশাঃ/বদলী/(গ্রেড ১১-২০)/০২/১৫/৬৩৩ তারিখ ০৯/০৮/২০১৫ মোতাবেক জারি করা উক্ত আদেশে ২২নং ক্রমিকের মোঃ আজিজুর রহমান-এর নামের শেষে ‘দাড়িওয়ালা’ উল্লেখ করে তাকে বাগেরহাট থেকে শরীয়তপুর জেলা কার্যালয়ে বদলী করা হয়। উক্ত আদেশে মোট ৪৫ জন ফিল্ড সুপারভাইজারকে বদলী করা হয়। প্রতিষ্ঠানটির মহাপরিচালক সামীম মোঃ আফজালের নির্দেশে এ বদলী হয় এবং নথিতে তিনি স্বাক্ষর করেন।অফিস আদেশে ‘দাড়ি’কে কটাক্ষ করে লেখার বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে ইসলামিক ফাউন্ডেশনের একজন কর্মকর্তা বলেন, এর দ্বারা বুঝা যাচ্ছে এখানে ইসলামের পরিবর্তে নাস্তিক্কের চর্চা চলছে এবং সম্পূর্ণ প্রশাসনিক ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। নইলে অফিস আদেশে কিভাবে ‘দাড়িওয়ালা’ উল্লেখ করা হয় তা বোধগম্য নয়। সরকারী আদেশে কখনো ‘দাড়িওয়ালা’ কিংবা ‘মোচওয়ালা’ উল্লেখ করার বিধান নেই। এদিকে ‘দাড়ি’কে কটাক্ষ করে অফিস আদেশ জারির বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। তারা আল্লাহর নবীর সুন্নত ‘দাড়ি’ রাখাকে বিদ্রƒপ করে অফিস আদেশ জারিকে গভীর ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে দোষীদের শাস্তি দাবী করেছেন। সূত্র : দৈনিক ইনকিলাব

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: