শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩

দিরাইয়ে আমনের বাম্পার ফলন

asdanpicমুহাম্মদ আব্দুল বাছির সরদার: বেশ কয়েক বছর পর এবার সুনামগঞ্জের ভাটিঅঞ্চল দিরাই উপজেলায় আমনের বাম্পার ফলন হয়েছে। ফলে কৃষকের গোলায় আশানুরূপ আমন ধান ওঠায় আগের ক্ষতি কিছুটা পুষিয়ে ওঠতে পারবে বলে আশাবাদি স্থানীয় কৃষি অফিস। দিরাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার একটি পৌরসভাসহ ৭টি ইউনিয়নের বিভিন্ন ব্লকে আমন ধান রোপন করা হয়েছিল দুই হাজার ৮শত হেক্টর, এরমধ্যে প্রতি হেক্টরে ৪ টন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বেশ কয়েক বছরের মধ্যে আশানুরূপ আমনের ফলন ভালো হওয়াতে স্থানীয় কৃষি অফিস তাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশাবাদি। সূত্র মতে, উপজেলার ভাটিপাড়া ইউনিয়নে এবার ১৩০ হেক্টর আমন ধান রোপন করা হয়। এছাড়া রাজানগর ইউনিয়নের ১নং ব্লকে ২৭৫ হেক্টর, ২নং ব্লকে ৩২০ হেক্টর, চরনারচর ইউনিয়নের ১নং ব্লকে ১৩০ হেক্টর, ২নং ব্লকে ১৩৫ হেক্টর, করিমপুর ইউনিয়নের ১নং ব্লকে ৮০ হেক্টর, ২নং ব্লকে ২৪৫ হেক্টর, সরমঙ্গল ইউনিয়নে ২৩০ হেক্টর, জগদল ইউনিয়নের ১নং ব্লকে ৬০ হেক্টর, কুলঞ্জ ইউনিয়নের ১নং ব্লকে ৩২০ হেক্টর, ২নং ব্লকে ৬৮৫ হেক্টর, দিরাই পৌরসভায় ১৯০ হেক্টর আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
এদিকে বেশ কয়েক বছর ধরে আমন ও বোরো মৌসুমে কৃষকেরা ঠিকমতো ধান ঘরে তুলতে পারছেন না। কিন্তু এ বছর সময়মতো বৃষ্টি হওয়ার ফলে এবং আবহাওয়া অনুকূলে থাকায় আমনের বাম্পার ফলন হয়েছে। যদিও বিগত দিনের ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব নয়, তারপরও কিছুটা হলেও কৃষকের মনে শান্তনা পাওয়া যাচ্ছে। বর্তমান বাজারে ধানের দামও ভালো বলে বেশ ককেয়জন কৃষক জানান। এ ব্যাপারে জানতে চাইলে দিরাই উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম এ প্রতিবেদককে জানান, দেশি ও আগাম জাতের ধানের ফলন কিছুটা কম হলেও অন্যান্য জাতের বাম্পার ফলন হয়েছে। বেশ কয়েক বছর পর সময়মতো বৃষ্টি হওয়ায় এবার আমন ধান ভালো ফলনের অন্যতম কারণ, এতে কৃষককুল লাভবান হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: