বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:১১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
দিরাইয়ে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হলেও উপস্থিতি কম

দিরাইয়ে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হলেও উপস্থিতি কম

amarsurma.com

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের অনুষ্ঠিত নির্বাচনের অংশ হিসেবে দিরাই উপজেলায় ভোটারদের উপস্থিতি ছিল কম। তবে কোথাও বড় ধরণের কোন সংঘর্ষের খবর পাওয়া যায়নি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থী ও প্রশাসনের কাছ থেকে এতথ্য পাওয় গেছে। জানা যায়, রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুনামগঞ্জের দিরাই উপজেলার ৭৪টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সরেজমিন বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের কোন লাইন নেই, মাঝে-মধ্যে যারা আসছেন তারা নীরবেই ভোট দিয়ে চলে যাচ্ছেন। দুপুর ১২টা ৫৬ মিনিটে উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে কেন্দ্রের সামনে কোন ভোটারদের উপস্থিতি নেই। তবে ভেতরে দু’একজন ভোট দিচ্ছেন। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কামনা শীষ রায় জানান, এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা দুই হাজার ৭৪৭ জন, ভোট পড়েছে প্রায় ৭/৮শতটি।
একই ইউনিয়নের টুকদিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনেও ভোটার উপস্থিতি নেই। ভেতরে ভোটারদের চেয়ে প্রার্থীর এজেন্ট সংখ্যাই বেশি দেখা গেছে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাহমুদ হাসান জানান, এ কেন্দ্রে মোট ভোটার হচ্ছে দুই হাজার ৪১২ জন, ১টা ১০ মিনিট পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৭শতটি।
দিরাই পৌরশহরের দিরাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনেরও একই চিত্র। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা তিন হাজার ১৭১ জন, বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত ভোট পড়েছে প্রায় এক হাজারটি। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শফিউর রহমান জানান, কোন ধরণের চাপ ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। তবে এ কেন্দ্রে বেশ কয়েকজন প্রার্থীর এজেন্ট দেয়া হয়নি বলেও তিনি জানান।
দিরাই পৌরশহরের দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে মহিলা ভোটারদের ছোট্ট একটি লাইন। তবে সেখানে কোন পুরুষ ভোটার দেখা যায়নি। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সজল কুমার দাস জানান, এ কেন্দ্রে মোট ভোটর সংখ্যা তিন হাজার ১৯৭ জন, বেলা ২টা ৫০ মিটি পর্যন্ত ভোট পড়েছে প্রায় এক হাজার। এ কেন্দ্রেও বেশ কয়েকজন প্রার্থীর এজেন্ট শূণ্য ছিল।
দিরাই পৌরশহরের থানা পয়েন্টে অবস্থিত সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা তিন হাজার ১৫৯ জন, বেলা তিনটায় গিয়ে দেখা গেছে ভোট পড়েছে প্রায় ১২শতটি। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কে এম নজরুল ইসলাম জানান, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, তবে এ কেন্দ্রে বেশ কয়েকজন প্রার্থীর এজেন্ট দেয়া হয়নি। এ রিপোর্ট লেখার সময় ভোট গণনা চলছিল।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন মোঃ আলতাব উদ্দিন। তিনি জানান, ভোটগ্রহণ নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে, কোন ধরণের ঝামেলা হয়নি কোথাও। তবে শুনেছি লৌলারচর ও পিতাম্বারপুর কেন্দ্রে আমার ভোটারের ওপর হামলা হয়েছে।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়। তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।
আওয়ামী লীগ নেতা মোঃ মঞ্জুর আলম চৌধুরী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন মোটর সাইকেল নিয়ে। তিনি জানান, নির্বাচন সুষ্ঠু হয়েছে, প্রশাসন থেকে কোন ধরণের চাপ ছিল না; কোন ধরণের ঝামেলা ছাড়াই নির্বাচন হয়েছে।
দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায় প্রতিদ্বন্দ্বীতা করছেন ঘোড়া প্রতীক নিয়ে। তিনি জানান, নির্বাচন নিরপেক্ষ হয়েছে, তবে লৌলারচর কেন্দ্রে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জগদিশ সামন্ত ও তার ভাতিজাসহ অন্যরা মিলে বাইরের ভোটারদেরকে ভোট দিতে দেয়নি। তাছাড়া আমার একজন কর্মীকে আটকিয়ে মারধর করে তার মোটর সাইকেল ভাঙচুর করেছে। মোটর সাইকেলটি বর্তমানে পুলিশের আওতায় রয়েছে, এ বিষয়টি আমি প্রশাসনকে অবহিত করেছি।
দিরাই থানার অফিসার ইন-চার্জ মোস্তফা কামাল জানান, কোন জায়গায় নির্বাচনী কোন সহিংসতা নেই।
দিরাই উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম জানান, নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং ভোটারদের বিপুল উপস্থিতির মাধ্যমে সম্পন্ন হয়েছে। কোথাও কোন সহিংসতার ঘটনা আমাদের কাছে আসেনি। এক প্রশ্নের জবাবে তিনি জানান, লৌলারচরে যে ঘটনা হয়েছে, তা ভোট কেন্দ্রের ভেতরে নয়, বাইরে উত্তেজনার কথা শুনেছি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিক সময়ে গিয়ে নিয়ন্ত্রণে এনেছে।
এদিকে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে সুনামগঞ্জের দিরাই উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৮ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন।
তারা হলেন চেয়ারম্যান পদে মোঃ আলতাব উদ্দিন (আনারস), মোঃ মঞ্জুর আলম চৌধুরী (মোটর সাইকেল), রঞ্জন রায় (ঘোড়া), প্রদীপ রায় (নৌকা)। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মোঃ মোহন চৌধুরী (চশমা), মোঃ নূরুল হক তালুকদার (উড়োজাহাজ), জুবের আলম খুরশেদ (বৈদ্যুতিক বাল্ব), মোঃ জায়ফর মিয়া (টিয়া পাখি), রুহুল আমিন (তালা), আরিফুজ্জামান চৌধুরী (মাইক), ইমরান আহমদ (বই), সর্দার কামাল হোসেন (টিউবওয়েল)। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ছবি চৌধুরী (হাঁস), রিপা সিনহা (ফুটবল) ও হেলেনা বেগম খেলা (কলস)।
নির্বাচনে মোট ভোট কেন্দ্র ৭৪টি, তাতে ৭৪ জন প্রিজাইডিং অফিসার, ৮৪৪ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৩১৪ জন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ১১ ফেব্রুয়ারি, বাছাই ১২ ফেব্রুয়ারি, প্রত্যাহার ১৯ ফেব্রুয়ারি ও ভোট ১০ মার্চ।
অন্যদিকে দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যন প্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়ের ঘোড়া প্রতীকের ৩ সমর্থক আহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের রন্নারচর গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে। হামলায় আহত প্রণয় তালুকদারকে দিরাই সরকারি হাসপাতালে ভর্তি ও লিটন তালুকদার, পরিতোষ তালুকদারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জানা যায়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রদীপ রায়ের নৌকা প্রতীকের সমর্থক বাবলু তালুকদারের নেতৃত্বে সাজু তালুকদার, বাপ্টু, পিন্টুসহ ১০-১৫ দলবল নিয়ে উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়ের ঘোড়া প্রতীকের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ৩ জনকে আহত করে।
আহত প্রণয় তালুকদার বলেন, নৌকা প্রতীকের সমর্থক গ্রামের বাবলু, বাপ্টুসহ ১০-১৫ জন নৌকা প্রতীকের পক্ষে কাজ না করায় আমাদের বাড়িতে হামলা চালিয়ে আমাদের আহত করে। বাবলু তালুকদার বলেন, পারিবারিক বিরোধের জের ধরে গ্রামের প্রণয় তালুকদারের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে, নির্বাচনী কোন বিরোধ নিয়ে এ ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: