শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
দেশের সকল নাগরিকের সহযোগিতায় এই দেশ একটি উন্নত দেশে পরিনত হবে: পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান

দেশের সকল নাগরিকের সহযোগিতায় এই দেশ একটি উন্নত দেশে পরিনত হবে: পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান

amarsurma.com

সরকারের পরিকল্পনা মন্ত্রী হওয়ায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে সংবর্ধনা

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, পশ্চিমা দেশগুলো সম্পদ  অর্জন করেছে বিভিন্ন দেশ লুন্ঠন করে। লুন্ঠন করেছে পুরো ভারতবর্ষকে, লুন্ঠন করেছে অনেক দেশকে, সেই লুন্ঠিত সম্পদ দিয়ে তাদের দেশকে উন্নত করেছে। আমরা লুন্ঠন করতে চাই না। আমরা নিজেদের পরিশ্রমের মাধ্যমে এ দেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করবো। তাই সবার সহযোগিতা প্রয়োজন। সরকারের একার পক্ষে এটা সম্ভব নয়। দেশের সকল নাগরিকের সহযোগিতায় এই দেশ একটি উন্নত দেশে পরিনত হবে। আমরা বিগত দিনে দেশকে অনেক এগিয়ে নিয়েগেছি, আগামী দিনে আরও বেশী পরিশ্রম করে দেশের সকল ক্ষেত্রে ব্যাপক ভাবে উন্নয়ন করে দেশটাকে ঢেলে সাজাতে চাই। মন্ত্রী বলেন, আমি মনে করি দেশের আগের মতো আর পরাধীনতার দিকে যাবে না। উন্নয়নের বিষয়টি অত্যান্ত পরিষ্কার, মানুষ উন্নয়নে বিশ্বাসী, সবাই উন্নত জীবন চায়, অবকাটামোগত উন্নয় চায়, পৃথিবীর অনেক দেশ আমাদের আগেই এ সুবিধাগুলো পেয়েছে। আধুনিক জীবনমান, চলাফেরা সব উন্নত হয়েছে। অবকাটামোগত উন্নয়ন হয়েছে। আমরা নানা কারণে অনুন্নত ছিলাম, আর পেছনে ফিরে থাকানো যাবে না। পরিশ্রমের মাধ্যমে সবাইকে একসাথে কাজ করে দেশটাকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে হবে। সরকার সেদিকেই নজর দিয়েছে, কিভাবে দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিনত করা যায়।
মন্ত্রী আরও বলেন, সরকারের সাথে থাকুন, সরকারকে শক্তি দিন, আমাদের শক্তির প্রয়োজন আছে। বিচলিত হবেন না, ভুল পথে পদক্ষেপ নেবেন না। দেশের উন্নয়নের প্রয়োজনে সরকারের পাশে থেকে সহযোগিতা করুন, দেখবেন আগামী কয়েক বছরের মধ্যে এই দেশটি একটি স্বয়ং সম্পন্ন উন্নত দেশ হিসাবে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াবে।
শুক্রবার বিকাল ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্রের কনফারেন্স হলে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে আলহাজ্ব এম এ মান্নান এমপি সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রহমানের সভাপতিত্বে, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী, তেঘরিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক আমিন উদ্দিন তালুকদার, ডিকেসিআর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার দাস, কামরূপদং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, পাবর্তীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সঞ্জয় তালুকদার, আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রনধীর মজুমদার, সিচনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেনু মজুমদার, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাবেয়া আক্তার রুবি, সকারী শিক্ষক মামুনুর রশিদ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: