শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
ধর্মপাশায় প্রভাবশালীদের দখলে মন্দির ও শ্বশানভিটা

ধর্মপাশায় প্রভাবশালীদের দখলে মন্দির ও শ্বশানভিটা

মোফাজ্জাল হোসেন, ধর্মপাশা (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ভূমিহীন বন্দোবস্ত প্রাপ্তির নিয়মনীতি অগ্রাহ্য করে অতি পুরাতন মন্দির ও শ্বশানভিটার জায়গার উপর একাধিক বন্দোবস্ত নিয়েছেন ধর্মপাশা উপজেলার মধ্যনগর এলাকার প্রভাবশালী ধনাঢ্য পরিবারের একাধিক ব্যক্তি। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের মাইজপাড়া গ্রামে। এ ব্যাপারে নিয়ম বহির্ভূত বন্দোবস্ত বাতিলের দাবিতে মাইজপাড়া শিবমন্দির শ্বশানভিটা কমিটি ও গ্রামবাসি গত ১৯/০২/১৭ ইং তারিখে ধর্মপাশা উপজেলার এসিল্যান্ড, ২২/০২/১৭ ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার ও পরবর্তীতে গত ০৭/০৩/১৭ ইং তারিখে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। লিখিত অভিযোগের বিবরণে জানা যায়, ধর্মপাশা উপজেলার বৈঠাখালি মৌজার জে.এ.এল নং-৮ এর সরকারি খাস খতিয়ানের ৮২, ১৪০, ১৬২নং দাগে উল্লেখিত খাস জমিতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী জনগণ প্রায় শতাধিক বছর আগে থেকে শিবমন্দির, কালীমন্দির ও শ্বশানভিটা স্থাপন করে পূজা-অর্চনা ও মৃতদেহ সৎকার কার্যাদি করে আসছিলেন। বর্তমানে এই দেবালয়ের দখলকৃত সরকারি খাস জায়গায় রামকৃষ্ণ মিশনের একটি ভবন নির্মাণাধীন রয়েছে। সম্প্রতি মধ্যনগর এলাকার মাইজপাড়া গ্রামে দেবালয় দখলভূক্ত এই জায়গার উপর পার্শ্ববর্তী বৈঠাখালী গ্রামের একই পরিবারের ৭ ব্যক্তি নিজেদের নাম অদলবদল করে উপজেলার বৈঠাখালী মৌজার জে.এল নং-৮ এর সরকারি খতিয়ানের ৮২, ১৪০, ১৬২নং দাগ থেকে ৫টি বন্দোবস্তে ৫.২৬ একর ভূমি বন্দোবস্ত নিয়ে নিয়েছেন। প্রকৃত ভূমিহীন না হয়েও ভূমিহীনের নামে বন্দোবস্ত প্রাপ্ত বিত্তশালী ব্যক্তিরা হলেন স্থানীয় বৈঠাখালী গ্রামের মৃত মানগোবিন্দ তালুকদারের ৪ পুত্র পিংকু রঞ্জন তালুকদার, মিন্টু রঞ্জন তালুকদার, টিটু তালুকদার, উত্তম কুমার তালুকদার ও তাদের ৩ ভাইয়ের স্ত্রী। এরমধ্যে অবিবাহিত টিটু তালুকদার তার বড় ভাইয়ের স্ত্রীকে নিজের স্ত্রী উল্লেখ করে একটি বন্দোবস্ত নিয়েছেন। মিথ্যা তথ্যের ভিত্তিতে নিয়ম বহির্ভূতভাবে একই পরিবারের একাধিক ব্যক্তি ভূমি বন্দোবস্ত পাওয়ায় সংশ্লিষ্ট অতি পুরাতন দেবালয় দখলভূক্ত জায়গার ধর্মীয় কাজে ব্যবহারকারী স্থানীয় জনগণের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
অপরদিকে বন্দোবস্তপ্রাপ্ত প্রভাবশালীরা জায়গার দখল নিতে গ্রামবাসিকে হুমকি-ধমকি দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। মাইজপাড়া গ্রামবাসির পক্ষে বন্দোবস্ত বাতিলের আবেদনকারী শিবমন্দির শ্বশানভিটা কমিটির সভাপতি সনেট তালুকদার ও সাধারণ স¤পাদক উত্তম সরকার জানান, ধনাঢ্য এই পরিবারের একাধিক ব্যক্তির একাধিক বন্দোবস্ত পাওয়াটা নিয়ম বহির্ভূত। গ্রামবাসি এই অনৈতিক বন্দোবস্ত বাতিল করে দেবালয়ের নামে উল্লেখিত দাগের জমি বন্দোবস্ত দেওয়ার দাবি জানান। নিয়ম বহির্ভূতভাবে কিভাবে বন্দোবস্ত দেওয়া হল এ ব্যাপারে জানতে চাইলে মধ্যনগর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন জানান, ইউপি চেয়ারম্যানের দেওয়া সার্টিফিকেটের উপর ভিত্তি করেই বন্দোবস্ত দেয়া হয়। তবে এই মৌজার আগের ভলিউম পরিবর্তন হয়ে গেছে। তাই তাদের বন্দোবস্তও বাতিল হয়ে যাবে। বর্তমান মধ্যনগর ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার আগের টার্মে হয়তো বন্দোবস্তের আবেদন করা হয়েছিল, এই বন্দোবস্ত নিয়মবহির্ভূত। এটা বাতিলের জন্য আমি তাদেরকে এসিল্যান্ড বরাবরে বাতিলের আবেদন করার জন্য পরামর্শ দিয়েছি। এ ব্যাপারে ধর্মপাশা উপজেলার নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যে গুলোতে জেনুইন প্রবলেম আছে তদন্ত করে বাতিল করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: