মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
নিরপেক্ষ সরকার হতে হবে, যে নামেই হোক : খালেদা

নিরপেক্ষ সরকার হতে হবে, যে নামেই হোক : খালেদা

আমার সুরমা ডটকম ডেক্স :

যে নামেই হোক, নিরপেক্ষ সরকার হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তত্ত্বাবধায়ক সরকার হতেই হবে এমন কোনো কথা নেই বলেও মন্তব্য করেছেন তিনি। তিনি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ক্ষমতা কুক্ষিগত করতে সরকার সংবিধান পরিবর্তন করেছে বলে তিনি অভিযোগ করেছেন। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় খালেদা জিয়া এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি বলব না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। যে নামেই হোক, আমরা একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চাই।’
তিনি আরো বলেন, জোর করে ক্ষমতায় থাকার পরিনতি হয় ভয়াবহ, সেই ভয়াবহ পরিনতি বিএনপি চায়না। তাছাড়া জঙ্গিবাদের কথা বলে তারা দেশের ইমেজ নষ্ট করছে বলেও তিনি মন্তব্য করেন। আগামী বার কাউন্সিল নির্বাচন উপলক্ষে বিভিন্ন জেলার আইনজীবীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি চেয়ারপারসন। সবশেষে তিনি বলেন, বর্তমান অনির্বাচিত সরকার দেশটিকে শেষ করে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: