মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর: এমপি হাজী সেলিমের ছেলে এরফান

amarsurma.com

আমার সুরমা ডটকম:

রোববার সন্ধ্যায় নৌবাহিনীর এক কর্মকর্তা স্ত্রীসহ মোটরবাইকে বাসায় ফিরছিলেন। ওই সময় সাংসদ হাজী সেলিমের গাড়িটি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তিনি তখনই মোটরসাইকেল থামান এবং নিজের পরিচয় দেন। তখন গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি তাকে মারধর করে।

সাংসদ হাজী সেলিমের গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় আজ সকালে মামলা হয়। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সেই গাড়িচালক মীজানুর রহমানকে।

ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশনস) রবিউল ইসলাম সোমবার দুপুরে গাড়িচালককে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন।

জানা যায়, হাজী সেলিমের ছেলেসহ চারজনের নাম উল্লেখ করে মামলাটি করেছেন মারধরের শিকার নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খান। আজ সকাল পৌনে আটটার দিকে মামলাটি করা হয়।

মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করা হয়েছে। আসামিরা হলেন ইরফান সেলিম, এ বি সিদ্দিক দীপু, জাহিদ, মীজানুর রহমান ও অজ্ঞাতনামা আরও দুই/তিনজন।

গতকাল রোববার সন্ধ্যার পর কলাবাগান ক্রসিং এর কাছে মারধরের শিকার হন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খান। তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছিল সংসদ সদস্যের স্টিকার লাগানো একটি গাড়ি। এরপর ওই গাড়ি থেকে কয়েক ব্যক্তি নেমে ওই কর্মকর্তাকে মারধর করেন।

amarsurma.com

এমপি হাজী সেলিমের ছেলে এরফান গ্রেপ্তার

রাজধানীর পুরান ঢাকার লালবাগের পোস্তা এলাকায় সেলিমের বাসভবন মদিনা টাওয়ার থেকে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধর ও হত্যার হুমকির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ এরফানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এর আগে এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সেই গাড়িচালক মীজানুর রহমানকে।

ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশনস) রবিউল ইসলাম সোমবার দুপুরে গাড়িচালককে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: