শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
পাঞ্জাবে আত্মঘাতী বোমা হামলায় স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৮ জন নিহত

পাঞ্জাবে আত্মঘাতী বোমা হামলায় স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৮ জন নিহত

file (29)

আমার সুরমা ডটকম ডেক্স : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদা নিজের অফিসে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন। তার সাথে মারা গেছে আরো ১২ জন। পাঞ্জাবে জঙ্গি-বিরোধী অভিযানের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। গত মাসেই তিনি ঘোষণা করেন যে নিষিদ্ধ সুন্নী দল লস্কর-ই-জাংভি নেতাকে পাঞ্জাবের পুলিশ হত্যা করেছে। পাকিস্তানের সবচেয়ে বড় এবং প্রভাবশালী প্রদেশ পাঞ্জাবের এই মন্ত্রীর ওপর যখন হামলা হয় তিনি তখন তার নির্বাচনী এলাকা অ্যাটকে সমর্থকদের সাথে একটি বাড়িতে বৈঠক করছিলেন। বিস্ফোরণে বাড়িটির ছাদ পুরোপুরি ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন মন্ত্রী সুজা খানজাদাসহ আরো অনেকে। অনেকক্ষণ পর্যন্ত আশা করা হচ্ছিল হয়তো মন্ত্রীকে জীবিত পাওয়া যাবে। কিন্তু পরে তার মৃত্যুর কথা নিশ্চিত করা হয়। তার সাথে ঐ হামলায় মারা গেছেন আরো অন্তত ১২ জন। নিরাপত্তা বাহিনী নিশ্চিত করেছে, এটা আত্মঘাতী হামলা ছিল। পাকিস্তানের সংবাদদাতা শাহজাব জিলানী বলেন, জনাব খানজাদার মৃত্যুতে মুষড়ে পড়েছে পুরো দেশ। তিনি জানান, খানজাদা একজন সুপরিচিত সিনিয়র রাজনীতিবিদ যিনি পাঞ্জাবে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়ছিলেন। অত্যন্ত তৎপর একজন রাজনীতিক ছিলেন তিনি। পাকিস্তানে সেনাবাহিনী এবং রাজনীতিকদের মধ্যে যোগসূত্র হিসাবে কাজ করতেন। সে কারণেই হয়ত তাকে টার্গেট করা হলো।কট্টর সুন্নী জঙ্গিগোষ্ঠি লস্কর-ই-জাংভি এই হামলার কথা স্বীকার করেছে। তারা বলছে, জুলাইতে এই গোষ্ঠীর একজন নেতার পুলিশের গুলিতে মারা যাওয়ার বদলা নিল তারা।সাংবাদিক শাহজাব জিলানী বলেন, জনাব খানজাদার মৃত্যুতে পাকিস্তানে জঙ্গি বিরোধী  তৎপরতা ধাক্কা খাবে সন্দেহ নেই। তার জীবনের ওপর বহুদিন ধরেই হুমকি ছিল।তা সত্বেও কেন তার যথেষ্ট নিরাপত্তা ছিল না – তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। -সূত্র : বিবিসি সেনাবাহিনীর পাল্টা আক্রমণে নিহত ৪০ জঙ্গিইনকিলাব ডেস্ক ,পাক মন্ত্রী খুনের জেরে সেনা অভিযানে উত্তর ওয়াজিরিস্তানে নিহত হল ৪০ জঙ্গির। গতকাল আত্মঘাতী বিস্ফোরণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদার মৃত্যুর পর আকাশপথে জঙ্গি ডেরায় হামলা চালায় পাক সেনাবাহিনী। পাক মন্ত্রীকে হত্যার পেছনে কাদের হাত ছিল তা খুঁজে বের করতে নির্দেশ দিয়েছিলেন পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ। সেনাবাহিনীকে আকাশপথে হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন তিনি। সেনাসূত্রে জানানো হয়েছে, গতকাল বিকেলে উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল এলাকায় যুদ্ধবিমান থেকে হামলা চালিয়ে ৪০ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে।এর আগে ১৪ জুলাই উত্তর ওয়াজিরিস্তানের আলওয়ারায় পাক বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছিল ১৪ জঙ্গি। এদের মধ্যে এক শীর্ষ নেতাও ছিল। গত জুন মাস থেকে পাকিস্তান সরকার জঙ্গিদের বিরুদ্ধে যে সেনা অভিযান শুরু করেছে, তাতে এপর্যন্ত ২,৮০০ জঙ্গি নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: