মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
পেশা নিয়ে রওশনের বিরূপ মন্তব্যে ক্ষুব্ধ সাংবাদিকরা

পেশা নিয়ে রওশনের বিরূপ মন্তব্যে ক্ষুব্ধ সাংবাদিকরা

32_110050আমার সুরমা ডটকম : জাতীয়পার্টির প্রেসিডিয়ামের  সিনিয়র সদস্য ও বিতর্কিত নির্বাচনে গঠিত জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সাংবাদিকতা ও সাংবাদিকদের নিয়ে বিরূপ মন্তব্য করায় তার উপর ক্ষুব্ধ সাংবাকিদরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকতা পেশা নিয়ে অপ্রাসঙ্গিক মন্তব্য করেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। রওশন বলেন, কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় দেশে এতো সাংবাদিক, এতো ইলেকট্রনিক্স মিডিয়া। আমি গুণে গুণে দেখেছি, দেশে ৪০টি ইলেকট্রনিক মিডিয়া আছে। যেখানে ১০টি হলেই যথেষ্ট ছিল।
পৌর নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের ওপর হামলার অভিযোগের কথা জানালে রওশন এরশাদ বলেন, ‘আমাদের প্রার্থীদের উপর কোথাও হামলা হয়নি। এতগুলো ইলেকট্রনিক মিডিয়া, এতগুলো সাংবাদিক, একটা খড়কুটো পড়েই আপনারা লিখে ফেলেন। আগে এতো সাংবাদিক ছিল না, এতো ইলেকট্রনিক মিডিয়াও ছিল না, এতো খবর মানুষ জানতেই পারত না।’ তিনি বলেন, ‘আমাদের দেশে প্রায় ৪০টি চ্যানেল আছে। দশটি চ্যানেল হলেই চলত। আমি কিছুদিন আগে একটা অনুষ্ঠানে গুণে দেখেছি প্রায় ৪০টি চ্যানেল আছে। এই যে এখানে কত চ্যানেল, কত সাংবাদিক। আপনারা খুঁজে খুঁজে নিউজ বের করেন।’
মিডিয়ার ভাল দিকও আছে উল্লেখ করে রওশন এরশাদ বলেন, ‘অনেক সময় মনে হয় কম হলেই ভাল হতো। এখন অনেক খবর দ্রুত ছড়ায়। এতে মনে হয়, না ছড়ালেই ভাল হতো।’ ‘আপনারা কিছু মনে করবেন না, যেহেতু আমাদের কর্মসংস্থান নেই, তাই এই দশা। কর্মসংস্থানের ব্যবস্থা থাকলে আপনারা এই পেশায় আসতেন না’, বলেন তিনি। এ সময় সাংবাদিকরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলে রওশন বলেন, ‘না আমি এভাবে কথা বলিনি। খালি সাংবাদিকরা না। সাংবাদিকতা ভাল জব। আমাদের ছেলেপেলেরা কাজ পাচ্ছে না। না পাওয়ায় ড্রাগ খাচ্ছে, এটা করছে সেটা করছে।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: