বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:৩১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩

‘বাংলাদেশ সম্পাদক ফোরাম’-এর আত্মপ্রকাশ

amarsurma.com

‘বাংলাদেশ সম্পাদক ফোরাম’ নামে বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদকদের একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। সংবাদপত্র শিল্পের বিরাজমান সংকট উত্তরণ ও সাংবাদিকতা পেশার মান সুসংহত করার লক্ষ্য নিয়ে গঠন করা হয়েছে।
ঢাকার ২৫টি দৈনিক পত্রিকার সম্পাদক এবং আট বিভাগীয় শহরে কয়েকটি পত্রিকার সম্পাদকদের নিয়ে গঠিত এই ফোরামের আহ্বায়ক দৈনিক স্বদেশ প্রতিদিনের সম্পাদক রফিকুল ইসলাম রতন। ২২ সদস্যের আহ্বায়ক কমিটির সদস্য সচিবকরা হয়েছে দৈনিক আজকালের খবরের সম্পাদক ফারুক আহমেদ তালুকদারকে।
বুধবার ৭ অক্টোবর ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত একসভা থেকে এই সম্পাদক ফোরাম গঠন করা হয়। মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশকে এগিয়ে নিয়ে এই সংগঠন গণমাধ্যমে ভূমিকা রাখবে বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তারা গণমাধ্যমের স্বার্থ সংরক্ষণ, গণতন্ত্র সুরক্ষার জন্য সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতাকে সমুন্নত রাখা এবং দেশের উন্নয়নের পক্ষে কাজ করার আকাঙ্খা ব্যক্ত করেছে। দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকায় জাতীয় সম্মেলনের মাধ্যমে এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়েছে।
সম্পাদক ফোরামের ৭ সদস্যের উপদেষ্টা কমিটিও ২২ সদস্যের আহ্বায়ক কমিটিতে যারা আছেনঃ-
উপদেষ্টা পরিষদঃ
ইকবাল সোবহান চৌধুরী – সম্পাদক, ডেইলি অবজারভার; নাঈমুল ইসলাম খান-সম্পাদক, আমাদের কুমিল্লা; শ্যামল দত্ত-সম্পাদক, ভোরের কাগজ; শাজাহান সরদার-সম্পাদক, বাংলাদেশ জার্নাল; আজিজুল ইসলাম ভূঁইয়া-সম্পাদক, বাংলাদেশের খবর, কে.এম. বেলায়েত হোসেন-সম্পাদক, ভোরের ডাক ও শরিফ সাহাবুদ্দিন-সম্পাদক, বাংলাদেশ পোস্ট।
আহ্বায়ক কমিটিঃ
আহ্বায়ক- রফিকুল ইসলাম রতন-সম্পাদক, দৈনিক স্বদেশ প্রতিদিন; যুগ্ম-আহ্বায়ক মাহমুদ আনোয়ার-ভারপ্রাপ্ত সম্পাদক, আলোকিত বাংলাদেশ ও নাসিমা খান মন্টি, সম্পাদক, আমাদের নতুন সময়।
সদস্য সচিব : ফারুক আহমেদ তালুকদার- সম্পাদক, দৈনিক আজকালের খবর।
সদস্য: আহসান উল্লাহ-সম্পাদক, দৈনিক জনতা; ড. এনায়েত করিম-সম্পাদক, ডেইলি ইন্ডাস্ট্রি; মো. আহসান হাবীব-সম্পাদক, দৈনিক খোলাকাগজ; দুলাল আহমেদ চৌধুরী-সম্পাদক, মানবকণ্ঠ;, মীর মনিরুজ্জামান-সম্পাদক, শেয়ারবিজ; মফিজুর রহমান খান বাবু-সম্পাদক, বাংলাদেশের আলো; রিমন মাহফুজ-ভারপ্রাপ্ত সম্পাদক, সংবাদ প্রতিদিন; এসএম মাহবুবুর রহমান-ভারপ্রাপ্ত সম্পাদক, প্রতিদিনের সংবাদ; মোহাম্মদ আশরাফ আলী-সম্পাদক, বাংলাদেশ বুলেটিন; নাজমুল আলম তৌফিক-সম্পাদক-ডেইলি সিটিজেন টাইমস; ৮ বিভাগের : কাজী নাছির উদ্দিন বাবুল-সম্পাদক, আজকের বার্তা (বরিশাল); জগদীশ চন্দ্র সরকার-সম্পাদক, স্বদেশ সংবাদ (ময়মনসিংহ); সৈয়দ ওমর ফারুক-সম্পাদক, বীর চট্টগ্রাম মঞ্চ (চট্টগ্রাম); আকবারুল হাসান মিল্লাত-সম্পাদক, দৈনিক সোনার দেশ (রাজশাহী); আহমেদ নূর-সম্পাদক, দৈনিক সিলেট মিরর (সিলেট); মকবুল হোসেন মিন্টু-সম্পাদক, দৈনিক রাজপথের দাবি (খুলনা); আব্দুল বারী তোতা-সম্পাদক, প্রথম খবর (রংপুর) ও সুমনা রায়-সম্পাদক, দৈনিক চাঁদনী বাজার (বগুড়া)।
সভায় দেশের সংবাদপত্র শিল্পে বিরাজমান বহুমুখী সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচকরা মতামত প্রকাশ করেন যে, করোনার বিরাজমান পরিস্থিতিতে ঢাকাসহ সারাদেশের অসংখ্য পত্রিকা নানামুখী প্রতিকূলতা মোকাবিলা করে টিকে আছে। সংবাদপত্রগুলোর প্রচারসংখ্যা উল্লেখযোগ্যহারে হ্রাস পেয়েছে এবং আর্থিক সংকট দেখা দিয়েছে বিজ্ঞাপন হ্রাস পাওয়ায়। সংবাদপত্র শিল্পের এই সংকট মোকাবিলায় পত্রিকাগুলোর সমস্যা নিয়ে কথা বলার জন্য সংগঠন প্রয়োজন। সরকারি বিজ্ঞাপনের বিল ও ডিএফপির ক্রোড়পত্রের বিল পরিশোধের জন্য সাংগঠনিকভাবে তথ্য মন্ত্রণালয় বা ডিএফপিতে প্রকৃত অবস্থা তুলে ধরার জন্য নেতৃত্বের প্রয়োজন।
পত্রিকাগুলোর বিরাজমান সমস্যা ও বর্তমান করোনা পরিস্থিতিতে বাস্তব অবস্থা নিয়ে ঢাকার বেশ কয়েকজন সম্পাদকের উপস্থিতিতে গত জুলাইয়ের প্রথম সপ্তাহে দীর্ঘ আলোচনা হয়। এসব আলোচনায় মতামত প্রতিফলিত হয় যে, নিয়মিত প্রকাশিত মুক্তিযুদ্ধের পক্ষের সংবাদপত্রগুলোর স্বার্থ সংরক্ষণে সোচ্চার হওয়া দরকার এবং তার জন্য সংগঠনের প্রয়োজন। সভায় নিয়মিত প্রকাশিত পত্রিকাগুলোর সম্পাদকদের সমন্বয়ে একটি নিবন্ধনকৃত সংগঠনের প্রয়োজনীয়তা আছে বলে সবাই একমত পোষণ করেন। তারই আলোকে সভায় ঢাকা ও ঢাকার বাইরে বিভাগীয় এবং জেলা শহরের দৈনিক সংবাদপত্রগুলোর সম্পাদকদের সমন্বয়ে ‘বাংলাদেশ সম্পাদক ফোরাম’ গঠনের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী আজ বাংলাদেশ সম্পাদক ফোরামের উপদেষ্টা পরিষদ এবং আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: