শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:০৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
বানিয়াচংয়ে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

বানিয়াচংয়ে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

we-40আমার সুরমা ডটকম : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে শহরতলির পাথারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম সেলিম মিয়া (২০)। তিনি হবিগঞ্জের বৃন্দাবন বিশ্ববিদ্যালয় কলেজে বিএ পড়তেন। পাথারিয়া গ্রামের বাসিন্দা ও বানিয়াচং উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া জানান, মুকুলপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ও বিএনপি নেতা তারা মিয়া এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা টেনু মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে টেনু মিয়ার লোকজন বিরোধপূর্ণ জমিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁদের বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, এটা একটা হিন্দু সম্পত্তি। দুই পক্ষই এ সম্পত্তির দাবি করে। এর জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় তৈয়ব আলী (৬০) নামের একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। সংঘর্ষে টেনু মিয়ার ছেলে সেলিম মিয়া গুরুতর আহত হন। পরে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহাদ মিয়া আরো জানান, এ সংঘর্ষে আরো ১০ ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অন্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার কাউকে আটক করতে পারেনি পুলিশ। বর্তমানে ওই গ্রামে উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: