শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
বিমানভর্তি মাদকসহ লেবাননে সৌদি রাজপুত্র গ্রেপ্তার

বিমানভর্তি মাদকসহ লেবাননে সৌদি রাজপুত্র গ্রেপ্তার

box pic_101490আমার সুরমা ডটকম ডেক্স : লেবাননে মাদক চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সৌদি রাজপুত্র আব্দুল মুহসেন বিন ওয়ালিদ বিন আব্দুল আজিজ আলে সৌদ। সোমবার দেশটির গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। সোমবার লেবাননের রাজধানী বৈরুতের রফিক হারিরি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সৌদি রাজপুত্রের ব্যক্তিগত বিমানটি অবতরণের পর তাতে তল্লাশি চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। তারা বিমানে ঢুকে বিস্মিত হয়ে পড়েন-‘এ যেন মাদকের গুদাম’। ব্যক্তিগত বিমানটি থেকে ২৪ ব্যাগ ও আটটি স্যুটকেস উদ্ধার করেন। এর প্রতিটিতেই রয়েছে মাদক দ্রব্য ‘কেপটাগন’। বিমানটির পরবর্তী গন্তব্য ছিল সৌদি আরব। পুলিশ বলেছে, প্রায় দুই টন মাদক বহন করছিলেন ওই রাজপুত্র। মাদক দ্রব্য উদ্ধারের পর রাজপুত্র আব্দুল মুহসেন ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ বিষয়ে তদন্ত শুরু করেছে লেবাননের পুলিশ। কেপ্টাগন সৌদি আরবের তরুণদের মাঝে বেশ জনপ্রিয় একটি মাদক। তাকফিরি সন্ত্রাসীয় গোষ্ঠী আইএসআইএলের সদস্যরাও ব্যাপকভাবে কেপ্টাগন পিল সেবন করে থাকে। তারা মাদক সেবনের পরই তা-বলীলায় মেতে উঠে। লেবাননের মনোরোগ বিশেষজ্ঞ রামজি হাদ্দাদ ওই মাদক সম্পর্কে বলেছেন, এটি পিল আকারে পাওয়া যায়। কেপ্টাগন পিল খাওয়ার পর একজন মাদকসেবী প্রথম দিকে নিজের ভেতরে উদ্দীপনা অনুভব করে। কোনো খাবার না খেয়ে দীর্ঘ সময় নির্ঘুম থেকে বিরতিহীনভাবে কথা বলে যেতে পারে। কিন্তু এ মাদক চূড়ান্তভাবে একজন মানুষের জীবনকে পুরোপুরি বিনষ্ট করে দেয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: