শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
বিশ্বম্ভরপুরে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোঁয়া দিবস উদযাপন

বিশ্বম্ভরপুরে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোঁয়া দিবস উদযাপন

শফিউল আলম, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতানিরাপদ স্যানিটেশনের বার্তা পৌঁছে দিতে সারাদেশের ন্যায় স্যানিটেশন মাস ও একই সাথে হাত ধোঁয়ার গুরুত্ব আরোপ করে বিশ^ম্বরপুরে পালিত হলো ‘বিশ^ হাত ধোঁয়া দিবস ২০১৭।’ ১৯ অক্টোবর বৃহস্পতিবার স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোঁয়া দিবস উদযাপনের লক্ষ্যে বিশ্বম্ভরপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। উপজেলা প্রশাসনের সম্মুখ হতে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনমনে দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। এ উপলক্ষ্যে উপজেলা হলরুমে র‌্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনূর রশিদ। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত থাকেন উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস ও সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রকৌশলি ইঞ্জিনিয়ার মোঃ মামুনুর রশিদ সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান ও আয়েশা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান, অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন, বিভিন্ন দাফতরিক প্রধানগণসহ স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিশ্বম্ভরপুরের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভার পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোঁয়ার উপর একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: