শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩

বিশ্বে করোনা শনাক্ত ৯ কোটি ছাড়াল

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহত রয়েছে। প্রতিদিন নতুন করে অনেক মানুষ আক্রান্ত ও মত্যুবরণ করছেন।

এদিকে বিশ্বব্যাপী কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা নয় কোটি ছাড়িয়ে গেছে। একই সাথে মৃতের সংখ্যা অতিক্রম করেছে ১৯ লাখ ৩৪ হাজার।

সোমবার সকাল ৯টার দিকে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯ কোটি ২ লাখ ৩৭ হাজার ৪৬৯ জনে।

এছাড়া, ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৯ লাখ ৩৪ হাজার ৯৬ জনে।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারী ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ২৩ লাখ ৮৫ হাজার ৯৭৫ জন করোনায় আক্রান্ত এবং ৩ লাখ ৭৪ হাজার ৭২ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত ১ কোটি ৪ লাখ ৫০ হাজারের বেশি এবং মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ৯৯৯ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী প্রায় ৮১ লাখ ৬ হাজার এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৩ হাজার ১০০ জনের।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: