শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
বিয়ানীবাজারে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে ছাত্র জমিয়তের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিয়ানীবাজারে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে ছাত্র জমিয়তের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

amarsurma.com
বিয়ানীবাজারে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে ছাত্র জমিয়তের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আমার সুরমা ডটকম:

উপমহাদেশের প্রাচীনতম, ঐতিহ্যবাহী ইসলামি রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অঙ্গ সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ এর ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী বিয়ানীবাজারে পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৪ জানুযারি মঙ্গলবার দুপুরে বিয়ানীবাজার পৌরশহরে বর্ণাঢ্য র‍্যালী করেছে বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়ত। উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ ও সেক্রেটারি জাহিদ আহমদের নেতৃত্বে র‍্যালীটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জনতা মার্কেটস্থ দলীয় কার্যালয়ে’র সামনে এসে  র‍্যালীটি শেষ হয়।
উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সহসভাপতি মাওলানা আতিকুর রাহমান, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল হক কাসেমি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা মুফতি শিব্বির আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জালাল আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক, ইউকে জমিয়ত নেতা এম, আখতারুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্র জমিয়ত সভাপতি আব্দুল হামিদ খান, সাবেক পৌর ছাত্র জমিয়ত সভাপতি রায়হান আহমদ, সাবেক উপজেলা শাখা সভাপতি মারুফুল হাসান, সাবেক সহসভাপতি মুফতি আব্দুল্লাহ আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক দিলাওয়ার হুসাইন, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন, সুহাইল আহমদ, মঞ্জুরুল হাসান, শরিফ আল হাসান, রেদওয়ান আহমদসহ সাবেক অনেক নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পৌর ও সবকটি ইউনিয়ন, প্রতিষ্ঠান শাখার দায়িত্বশীল-কর্মি, সদস্যবৃন্দ।
র‍্যালী পরবর্তী আলোচনা সভায় বক্তারা জমিয়তের প্রতিষ্ঠাকাল থেকে এ যাবত সকল প্রয়াত আকাবিরদেরকে শ্রদ্ধার সাথে স্বরণ ও  তাদের জন্যে দোয়া চান এবং ছাত্র জমিয়তের সাবেক সকল দায়িত্বশীলদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: