শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
বিয়ানীবাজার যুব জমিয়তের সীরাত কনফারেন্স ও নাশিদ অনুষ্ঠান সম্পন্ন

বিয়ানীবাজার যুব জমিয়তের সীরাত কনফারেন্স ও নাশিদ অনুষ্ঠান সম্পন্ন

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

হাজারো নেতা কর্মি-সমর্থক, শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে বিয়ানীবাজার উপজেলা যুব জমিয়তের সীরাত কনফারেন্স ও নাশিদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১আগষ্ট) দুপর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত খাসা দিঘিরপার ইসলাম কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ানীবাজার উপজেলা যুব জমিয়তের সভাপতি যুবনেতা তোফায়েল আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি দিলওয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি ইসহাক কামাল।
প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা জফির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি আখতারুজ্জামান তালুকদার, সিলেট জেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা ফরহাদ আহমাদ, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের উপদেষ্টা পরিষদ সদস্য শায়খ মাওলানা আব্দুস শহিদ, সহ-সভাপতি মাওলানা আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসেমী, গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা আলী আহমদ, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা রুহুল আমীন খান, সহ-সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বির আহমদ, সহ-সাধারণ সম্পাদক  মাওলানা ফারুক আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা রায়হান আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মারুফুল হাসান, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা আবু ইউসুফ, বিয়ানীবাজার পৌর জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা এমাদ উদ্দীন, সিলেট জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবির আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা বাহরুল আমীন, জকিগন্জ উপজেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা আব্দুস শহিদ, বড়লেখা উপজেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা সাইফুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, সিলেট জেলা ছাত্র জমিয়ত সভাপতি আব্দুল হামিদ খান, গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্বাস আল মাহমুদ, গোলাপগন্জ উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি মাওলানা আবুল কাসিম, সাধারণ সম্পাদক নাইম আহমদসহ জেলা, উপজেলা জমিয়ত, যুব ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবনী, উনার সীরাত, সুন্নাহ ও রাজনৈতিক চিন্তাধারা সম্পর্কে আলোচনা করেন। বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবকুলের জন্য উত্তম আদর্শ রেখে গেছেন। নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শ রাষ্ট্রনায়ক, ন্যায় বিচারক, সুদক্ষ সেনাপতি ছিলেন। নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআনকে সংবিধান করে পুরো বিশ্বে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পিতা, একজন পুত্র, একজন ভাই, একজন বন্ধু, একজন উত্তম স্বামী, একজন রাষ্ট্রনায়ক, ন্যায় বিচারক হিসেবে জীবনের প্রতিটি ক্ষেত্রে তাবৎ জগতবাসীর জন্য উত্তম আদর্শ ছিলেন।
নাশিদ অনুষ্ঠানে মনোমুগ্ধকর নাশিদ পরিবেশন করেন কলরব শিল্পীগোষ্ঠীর অন্যতম পরিচালক আহমদ আব্দুল্লাহ, শেখ এনাম, শিশু শিল্পী মুহাম্মদ আলী আহসান, খায়রুল বাশার দেলওয়ার, আকরাম বিন বাহারসহ স্থানীয় শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানে বিয়ানীবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র জননেতা ফারুকুল হক, এবি টিভির সিও রিজু মুহাম্মদ, মানবিক ডাঃ শিব্বির আহমদ ও ইউকে জমিয়ত নেতা মাওলানা নাসিরউদ্দিন আহমদ, আরব-আমিরাত প্রবাসী ফখরুল ইসলাম রাজনসহ বিয়ানীবাজার পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলারবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় বিয়ানীবাজার উপজেলা  জমিয়ত, যুব ও ছাত্র জমিয়তসহ পৌর-ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রেসবিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: