বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
বৃক্ষরোপনে জনসচেতনতা বাড়াতে দিরাইয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত

বৃক্ষরোপনে জনসচেতনতা বাড়াতে দিরাইয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত

IMG_20150726_121656

মুহাম্মদ আব্দুল বাছির সরদার :
‘আত্মশক্তিতে বলিয়ান ব্যক্তি কখনও দরিদ্র থাকতে পারে না’ এই শ্লোগানে উজ্জীবিত হয়ে ‘দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ’ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে, এরই আলোকে ২০১৪ সাল থেকে সুনামগঞ্জে কাজ করছে। আদর্শ ইউনিয়ন পরিষদ গঠনে জনপ্রতিনিধি ও জনগণের মধ্যকার দূরত্ব দূর করে সমন্বয় সাধনের মধ্য দিয়ে কাজ করার প্রত্যয় নিয়েই পথচলা। ইউনিয়নের সার্বিক উন্নয়নের পরামর্শের পাশাপাশি সাধারণ জনগণের মধ্যে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন সময়ে বিভিন্ন কার্যক্রম করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাজুয়া গ্রামে ‘সবাই মিলে লাগাই গাছ, থাকবো সুখে বারো মাস’ শ্লোগানে বৃক্ষরোপন বিষয়ক এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। প্রজেক্টের ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদারের সার্বিক উপস্থাপনায় ক্যাম্পেইনে ওয়ার্ড নাগরিক কমিটির সদস্য ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা বলেন, একটি দেশের আবহাওয়ার ভারসাম্য রক্ষা করতে হলে অবশ্যই সে দেশে ২৫ ভাগ বৃক্ষ থাকতে হবে, কিন্তু আমাদের সবুজ এই বাংলাদেশেও ২৫ ভাগ বৃক্ষ নেই বলে বিভিন্ন জরিপে পাওয়া গেছে, যার কারণে দেশের আবহাওয়ার পরিস্থিতি খুব একটা ভালো নয় বলেও জানান বক্তারা। নারী নেত্রী মোছাঃ সুফিয়া বেগমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নারী নেত্রী মোছাঃ আকলিমা বেগম, তথ্যবন্ধু মোছাঃ সুলতানা বেগম, মোঃ রফিক উদ্দিন, মোঃ আব্দুস সাত্তার, উজ্জীবক মোছাঃ শিরিয়া বেগম প্রমুখ। ক্যাম্পেইনটি ব্র্যাক-টিএইচপি এসএলজি প্রজেক্টের সহযোগিতায় আয়োজন করেছে ওয়ার্ড নাগরিক কমিটি ও করিমপুর ইউনিয়ন পরিষদ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: