মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
ভাটিপাড়া ইউনিয়নের উপনির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীর বিজয়

ভাটিপাড়া ইউনিয়নের উপনির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীর বিজয়

asabs-uponirbaconpic-25-08-2015

মুহাম্মদ আব্দুল বাছির সরদার : অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শান্তিপূর্ণভাবে ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হলো। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলা ত্রিমুখি প্রতিদ্বন্দ্বীতা মূলক এ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী তার নিকটতম বিএনপির সমর্থিত প্রার্থীর চেয়ে ৬০৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। দিরাই উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঞ্জরুল ইসলাম চৌধুরী লিটনের আপন ভাই জাহেদুল ইসলাম চৌধুরী জাহেদ (অটোরিকসা) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৪১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী বেলাল আহমদ (টেবিলফ্যান) প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮২৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী সুহাদ চৌধুরী (তালগাছ) প্রতীকে পেয়েছে ২ হাজার ২০৮ ভোট ও সুমন্ত চন্দ্র দাস (ঢোল) প্রতীকে পেয়েছেন ৯ ভোট। মোট ভোট কাস্ট হয়েছে ৮ হাজার ৭৫৮টি, বৈধ ভোট ৮ হাজার ৪৭১টি ও ভোট বাতিল হয়েছে ২৮৭টি, ভোট পড়েছে ৬৮ দশমিক ২২ শতাংশ।
এদিকে দিরাই উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ইউনিয়নের কুঁচিরগাঁও কেন্দ্রে জাহেদুল ইসলাম চৌধুরী জাহেদ (অটোরিকসা) প্রতীকে পেয়েছেন ৪৬২ ভোট, বেলাল আহমদ (টেবিলফ্যান) প্রতীকে পেয়েছেন ১৭৮ ভোট, সুহাদ চৌধুরী (তালগাছ) প্রতীকে পেয়েছে ১০৫ ভোট, এ কেন্দ্রে মোট ১ হাজার ১৪৫ ভোট রয়েছে। আলীনগর কেন্দ্রে জাহেদুল ইসলাম চৌধুরী জাহেদ (অটোরিকসা) প্রতীকে পেয়েছেন ২৮৮ ভোট, বেলাল আহমদ (টেবিলফ্যান) প্রতীকে পেয়েছেন ৪১৪ ভোট, সুহাদ চৌধুরী (তালগাছ) প্রতীকে পেয়েছে ২৬২ ভোট, এ কেন্দ্রে মোট ১ হাজার ৪১২ ভোট রয়েছে। পঞ্চগ্রাম ভাটিপাড়া মাদরাসা কেন্দ্রে জাহেদুল ইসলাম চৌধুরী জাহেদ (অটোরিকসা) প্রতীকে পেয়েছেন ৩৫৩ ভোট, বেলাল আহমদ (টেবিলফ্যান) প্রতীকে পেয়েছেন ২৪৭ ভোট, সুহাদ চৌধুরী (তালগাছ) প্রতীকে পেয়েছে ২০৪ ভোট, এ কেন্দ্রে মোট ১ হাজার ৪৫২ ভোট রয়েছে। ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাহেদুল ইসলাম চৌধুরী জাহেদ (অটোরিকসা) প্রতীকে পেয়েছেন ১১০ ভোট, বেলাল আহমদ (টেবিলফ্যান) প্রতীকে পেয়েছেন ২৫২ ভোট, সুহাদ চৌধুরী (তালগাছ) প্রতীকে পেয়েছে ৩৫২ ভোট, সুমন্ত চন্দ্র দাস (ঢোল) প্রতীকে পেয়েছেন ১ ভোট, এ কেন্দ্রে মোট ১ হাজার ১৮৩ ভোট রয়েছে। মধুরাপুর মাদরাসা কেন্দ্রে জাহেদুল ইসলাম চৌধুরী জাহেদ (অটোরিকসা) প্রতীকে পেয়েছেন ২১৯ ভোট, বেলাল আহমদ (টেবিলফ্যান) প্রতীকে পেয়েছেন ১৩৫ ভোট, সুহাদ চৌধুরী (তালগাছ) প্রতীকে পেয়েছে ৬১০ ভোট, সুমন্ত চন্দ্র দাস (ঢোল) প্রতীকে পেয়েছেন ১ ভোট, এ কেন্দ্রে মোট ১ হাজার ৩৮২ ভোট রয়েছে। মধুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাহেদুল ইসলাম চৌধুরী জাহেদ (অটোরিকসা) প্রতীকে পেয়েছেন ৮৬৪ ভোট, বেলাল আহমদ (টেবিলফ্যান) প্রতীকে পেয়েছেন ৩৬ ভোট, সুহাদ চৌধুরী (তালগাছ) প্রতীকে পেয়েছে ২৪২ ভোট, এ কেন্দ্রে মোট ১ হাজার ৫৪২ ভোট রয়েছে। ধলকুতুব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাহেদুল ইসলাম চৌধুরী জাহেদ (অটোরিকসা) প্রতীকে পেয়েছেন ৩০৪ ভোট, বেলাল আহমদ (টেবিলফ্যান) প্রতীকে পেয়েছেন ২৪৫ ভোট, সুহাদ চৌধুরী (তালগাছ) প্রতীকে পেয়েছে ১২৭ ভোট, সুমন্ত চন্দ্র দাস (ঢোল) প্রতীকে পেয়েছেন ৬ ভোট, এ কেন্দ্রে মোট ১ হাজার ৬৫ ভোট রয়েছে। দত্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাহেদুল ইসলাম চৌধুরী জাহেদ (অটোরিকসা) প্রতীকে পেয়েছেন ৫৫৪ ভোট, বেলাল আহমদ (টেবিলফ্যান) প্রতীকে পেয়েছেন ৪০৯ ভোট, সুহাদ চৌধুরী (তালগাছ) প্রতীকে পেয়েছে ২১০ ভোট, এ কেন্দ্রে মোট ১ হাজার ৮৭১ ভোট রয়েছে। শরীফপুর সরকারি প্রাথমকি বিদ্যালয় কেন্দ্রে জাহেদুল ইসলাম চৌধুরী জাহেদ (অটোরিকসা) প্রতীকে পেয়েছেন ২৭৭ ভোট, বেলাল আহমদ (টেবিলফ্যান) প্রতীকে পেয়েছেন ৯০৭ ভোট, সুহাদ চৌধুরী (তালগাছ) প্রতীকে পেয়েছে ৯৬ ভোট, সুমন্ত চন্দ্র দাস (ঢোল) প্রতীকে পেয়েছেন ১ ভোট, এ কেন্দ্রে মোট ১ হাজার ৮১৬ ভোট রয়েছে। ভাটিপাড়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৮৬৮ জন, এরমধ্যে পুরুষ ৬ হাজার ৪৮৮ জন ও নারী ৬ হাজার ৩৮০ জন বলে জানান দিরাই উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান।

11889455_892954757464958_5723255174156177853_n

রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. খালেদ মোঃ কনক, দিরাই পৌরসভার মেয়র মোঃ আজিজুর রহমান বুলবুলসহ সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: