শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন আরো ১০৮ শব্দ সৈনিক

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন আরো ১০৮ শব্দ সৈনিক

71-sainikআমার সুরমা ডটকমস্বাধীনতার ৪৫ বছর পর আরও ১০৮ জন শব্দ সৈনিক পেয়েছেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি। বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুফি আবদুল্লাহিল মারুফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। এর আগে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৩৭ ও ৩৯তম সভার বৈঠকে নেওয়া সিদ্ধান্তের আলোকে মঙ্গলবার এই শব্দ সৈনিকদের স্বীকৃতির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। স্বীকৃতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন প্রয়াত প্রখ্যাত কথাসাহিত্যিক শওকত ওসমান, প্রয়াত সুরকার সমর দাশ, সঙ্গীত শিল্পী শাহিন সামাদ, লাকি আখন্দ, বুলবুল মহালনবীশ, মৃত নঈম গওহর, ডালিয়া নওশীন ও চারুশিল্পী বুলবন ওসমান প্রমুখ।
বিবজ্ঞপ্তিতে বলা হয়, এর ‍আগে ৮৭ জন শব্দ সৈনিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন। নতুন করে ১০৮ জন শব্দ সৈনিকসহ মোট গেজেটপ্রাপ্ত মোট শব্দ সৈনিক এখন ১৯৫ দাঁড়াল।
শব্দ সৈনিকদের স্বীকৃতির বিষয়ে জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মে হক বলেন, ‘মুক্তিযুদ্ধে শব্দ সৈনিকদের অবদান অনস্বীকার্য। তাদের অনেকেই তৎকালানী স্বাধীন বাংলা বেতার শিল্পী, কলা-কৌঁসুলি হিসেবে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি করেছেন। অনেকে আবার দেশের বিভিন্ন স্থানে সঙ্গীত পরিবেশন করে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছেন। তাদের পুর্ণাঙ্গ তথ্যাদি দীর্ঘদিন যাছাই-বাছাইয়ের পর জামুকার সভায় সম্প্রতি তাদের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বীকৃতিপ্রাপ্ত অন্যরা হলেন ঢাকা জেলার তরুণ কুমার মহালনবীশ, শুক্তি মহালনবীশ, মঞ্জুলা দাস গুপ্ত, মৃত অমিতাভ সেন গুপ্ত, মো.কামাল উদ্দিন আহমেদ,শারমীন সোনিয়া মুরশীদ, তাজিন মাহনাজ মুরশীদ, মৃত সৈয়দ মোহাম্মদ চান, শীলা ভদ্র, আবদুল্লাহ আল ফারুক, শ্রিপা রায়, মামুনুর রশীদ, মোতাহার হোসেন, নাসিমুল কাদের চৌধুরী, অনিল কুমার দে, শহীদ হাসান।

আরো স্বীকৃতি পেয়েছন নারায়নগঞ্জ জেলার মৃত তোফাজ্জেল হোসেন শিকদার, গাজীপুরের মৃত নিখিল দেব,নরসিংদীর মৃন্ময় দাস গুপ্ত, কিশোরগঞ্জের মৃত বিপুল ভট্টাচার্য, মৃত জাহিদ সিদ্দিকী ,কুমিল্লার মোহাম্মদ ফারুক, মৃত বাদল রহমান, মৃত কাজী হাবিব উদ্দিন আহমেদ মনি, মৃত সৈয়দ আবদুস শাকের, মো. ফেরদৌস হোসেন ভুইয়া, মোমিনুল হক চৌধুরী, মৃত আব্দুল জব্বার খান, রূপা খান, মুজাফফর হায়াত খান, জাহাঙ্গীর হায়াত খান, ছন্দা ভুইয়া হাজরা, মৃত নিতাই চন্দ্র সরকার, মাদারীপুরের মনোয়ার হোসেন খান, আমির হোসেন, মঞ্জুর আহমেদ ,শরীয়তপুরের মৃত আবদুল হালিম মিয়া, রাজবাড়ীর মৃত গোপী বল্লভ। মুন্সিগঞ্জের আশফাকুর রহমান খান, শেখ নাসির উদ্দিন, বাবুল দত্ত, মৃত সরদার আলাউদ্দিন, মৃত এবিএম মঞ্জুর কাদের প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: