বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩

মৌলভীবাজারে বন্যা দূর্গতদের মাঝে ত্রান বিতরন

খালেদ আহমদ, সদর (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতামৌলভীবাজারে কাউয়াদিঘি হাওর পারের মানুষ গত ২ মাস দরে পানিবন্দি আছে। টানা ২ মাসে তাদের জন জীবন নাজেহাল হয়ে পরেছে।১১ আগষ্ট মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নে জেলা প্রশাসন, মৌলভীবাজার-এর বাস্তবায়নে ও ব্যাংক অফিসার্স এসোসিয়েশন মৌলভীবাজার জেলার উদ্যোগে বন্যা দূর্গতদের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। ইউনিয়ন চেয়ারম্যান সেলিম আহমদের পরিচালনায় আখাইলকুড়া ইউনিয়নের বন্য দূর্গত ১শ দূর্গত মানুষের মাঝে ত্রান দিয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন খান, ব্যাংক অফিসার্স এসোসিয়েশন মৌলভীবাজার-এর সভাপতি মোহাম্মাদ আবু তাহের।
জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম বলেন, বন্যার পানিতে পানিবন্দি হয়ে আছে সাধারন মানুষ। সরকারী ত্রাণ সহযোগীতার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহব্বান করেন। আজকে যারা ত্রাণ সামগ্রী নিয়ে এসেছে ব্যাংক অফিসার্স এসোসিয়েশন মৌলভীবাজার তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তাদের মত সমাজের বিত্তবানরা এগিয়ে আসবে বলে আমি মনে করি। এ সময় আরো উপস্তিত ছিলেন ব্রাক ব্যাংকের ব্যবস্থপক সাইফুল আলম, ঢাকা ব্যাংকের ব্যবস্থপক সদরুল ইসলাম সুয়েব, ইসলামী ব্যাংকের ব্যবস্থপক সাইয়েদুর রহমান, ইষ্টার্ণ ব্যাংকের সাজ্জাদুর রহমান টিটু, সাউথ ইষ্ট ব্যাংকের হারুনুর রশীদ প্রমুখ। প্রতি প্যাকেটে ছিলো চাল, ডাল, তেল, আলু,পিয়াজ ও লবণ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: