শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এমপি আবদুল মজিদের দাফন সম্পন্ন

রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এমপি আবদুল মজিদের দাফন সম্পন্ন

amarsurma.com

আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ আইনজীবি বীর মুক্তিযোদ্ধা ও মানুষ গড়ার কারিগড় সাবেক এমপি আবদুল মজিদের রাষ্ট্রীয় সম্মানণার মধ্য দিয়ে তৃতীয়বারের মত নামাজে জানাযা মধ্য দিয়ে দাফন সম্পন্ন হয়েছে। রবিবার বেলা ১০টার দিকে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ্যাডভোকেট আবদুল মজিদ এর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের প্রারম্ভে সদস্য প্রয়াত সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদের মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয়। জেলা প্রশাসনের পক্ষ্য থেকে জেলা প্রশাসক প্রয়াত সাবেক এমপির কফিনে পুস্পস্থবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
নামাজে জানাযায় জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, জেলা আইনজীবি সমিতির সভাপতি আ্যাডভোটে চান মিয়া, পৌর মেয়র নাদের বখত,পিপি অ্যাডভোকেট ড. খায়রুল কবীর রুমেন, অ্যাডভোকেট শাহ আলম তুলিপ, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বরি প্রতীক সহ জেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্ধ, বীরমুক্তিযোদ্ধাগণ ও জেলা শহরের বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, টানা কয়েকদিন সিলেট এমএজি ওসমানী হাসপাতালে লাইফ সাপের্টে থাকার পর ৭০ বছর বয়সী সাবেক এই এমপি শনিবার সকাল ৮.৪৫ মিনিটের সময় হাসপাতালেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মরহুমের মরদেহ সিলেট থেকে শনিবার বিকালে নিজ উপজেলা দোয়ারাবাজারে আনার পর বাদ আছর দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযায় দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ, থানার ওসি সুশীল রঞ্জন সরকার সহ ছাতক দোয়ারাবাজার দু’উপজেলার আ’লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং বিভিন্ন সামাজিক রাজনৈতি সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো লোকজন উপস্থিত ছিলেন।
তারই হাতেগড়া বিদ্যাপীঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের লাশ নিয়ে আসার পর হাজার হাজার মানুষের ঢল নামে তাকে শেষ বারের মত এক নজর দেখতে। উপজেলার হাজার হাজার মানুষ অশ্রুসিক্ত নয়নে বর্ষীয়ান ওই নেতাকে নামাজের জানাযার পর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শেষ বিদায় জানান।এরপর সেখান থেকে লাশ নিয়ে যাওয়া হয় সুনামগঞ্জ জেলা শহরের উকিল পাড়াস্থ তার নিজ বাসভবনে। রবিবার বাদ জোহর মরহুমের গ্রামের বাড়ি দোয়ারাবাজারের টেংরাটিলা উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় নামাজে জানাযা শেষে উপজেলা সদরে তার প্রতিষ্ঠিত বিদ্যালয়ের পাশেই মুরাদপুর পঞ্চায়েতী কবরস্থানে তাকে দাফন করা হয়।
amarsurma.comসুনামগঞ্জ-৫ (ছাতক দোয়ারাবাজার) আসনের জাতীয় পার্টির সাবেক এমপি অ্যাডভোকেট আবদুল মজিদ মাষ্টারের মৃত্যুতে জাপা চেয়ারম্যান আলহাজ্জ হুসেইন মুহাম্মদ এরশাদ, কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জিএম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপি, দৈনিক যুগান্তরের প্রকাশক, সাবেক প্রতিমন্ত্রী ও জাপার প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা জেলা জাপার সভাপতি অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য ও জেলা আ, লীগের সহ সভাপতি মুহিবুর রহমান মানিক এমপি, জেলা আ,লীগের সহ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুর হুদা মুকুট, সাধারন সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবীর ইমন, জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, বাংলাদেশ  মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএফএফ)’র আন্ত:র্জাতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক হাবিব সরোয়ার আজাদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্ধ সহ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ( আইনজীবী ও শিক্ষার্থী) ছেলে, দুই (চিকিৎসক-গৃহিনী) মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন, গুণগ্রাহী এবং রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

amarsurma.com

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: