শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
শিক্ষাক্ষেত্রে প্রবাসীরা ব্যাপক অবদান রেখে যাচ্ছেন: মিছবাহ উদ্দিন

শিক্ষাক্ষেত্রে প্রবাসীরা ব্যাপক অবদান রেখে যাচ্ছেন: মিছবাহ উদ্দিন

ইসহাক একাডেমির সাফল্যের এক যুগপূর্তি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

আমার সুরমা ডটকমবিশ্বনাথের রামপুরস্থ ইসহাক একাডেমীর সাফল্যের একযুপূর্তি অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৫ মার্চ বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানমালা আনন্দর‌্যালীর মাধ্যমে শুরু হয়। র‌্যালী উদ্বোধন এবং র‌্যালী শেষে একাডেমি মাঠে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ এইড ইউ.কে সভাপতি এবং বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাধারন সম্পাদক মোঃ মিছবাহ উদ্দিন।
বক্তব্যে তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে প্রবাসীরা বিশেষ করে সিলেটাঞ্চলে যুক্তরাজ্য প্রবাসীরা ব্যাপক অবদান রেখে যাচ্ছেন। প্রবাসীরা ব্যক্তিগত অর্থায়নে বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। অনেক প্রবাসীরা শিক্ষা প্রতিষ্ঠানে ভুমি দান করেছেন। বিল্ডিং করে দিয়েছেন। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলির উন্নয়নে প্রবাসীদের অবদান সর্বত্রই দৃশ্যমান। তিনি ইসহাক একাডেমির ছাত্র-ছাত্রীদের বোর্ড ও সরকারী-বেসরকারী বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের প্রশংসা করে একাডেমির নতুন বিল্ডিং নির্মাণে বিশ্বনাথ এইড ইউ.কে, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ও নিজের ব্যক্তিগত পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।
অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেলের সভাপতিত্বে ও একাডেমির সহকারী শিক্ষক কাওছার আহমদের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কমিউনিটি নেতা বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আরশ আলী গণি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট লেখক ফোরাম সভাপতি গীতিকার কবি নাজমুল ইসলাম মকবুল, ইসহাক একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান মোজাহিদ, ডাঃ ফারহানা বেগম হেনা, একাডেমির প্রিন্সিপাল মোঃ ইলিয়াস আলী, ভাইস প্রিন্সিপাল রুহেল আহমদ, সমাজসেবী ফারুক আহমদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির সহকারী শিক্ষক জাকারিয়া আহমেদ। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সমাজসেবী শিক্ষানুরাগী আক্তার হোসেন। সিলেটের আঞ্চলিক সংগীত পরিবেশন করেন জাগরণের খ্যাতিমান শিল্পী এইচ এম আমানুল্লাহ।
সভাপতির বক্তব্যে অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল বলেন, প্রবাসীরা দেশের শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। তাদের এ অবদান ইতিহাসের পাতায় স্বর্নাক্ষরে লেখা থাকবে। তিনি ইসহাক একাডেমির উন্নয়নে পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্যে কবি নাজমুল ইসলাম মকবুল বলেন, প্রবাসীরা আমাদের অহংকার। তাদের শ্রম ও ঘামে অর্জিত অর্থের সিংহভাগই দেশে প্রেরণ করেন এবং আত্মীয়-স্বজনসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়ান। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে তাদের অবদান অবশ্যই প্রশংসার দাবী রাখে। তিনি ইসহাক একাডেমির নতুন বিল্ডিং নির্মাণসহ একাডেমির উন্নয়নে প্রধান অতিথি সংবর্ধিত অতিথিসহ সকল প্রবাসীদের এগিয়ে আসার অনুরোধ জানান।
ইসহাক একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান মোজাহিদ বিদ্যালয়ের বার বছরের সাফল্য তুলে ধরে সাফল্যের ধারা অব্যাহত রাখতে ও আগামীতে একাডেমিকে সিলেটের অন্যতম সেরা প্রতিষ্ঠানে রূপান্তর করতে সকলের সহযোগিতা কামনা করেন।
শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন একাডেমির ভাইস প্রিন্সিপাল ক্বারী রুহেল আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন একাডেমির সহকারী শিক্ষক আনওয়ারুল হক, রুশেন চৌধুরী, ফারহানা বেগম, মুক্তা বেগম, রিনা বেগম, দিলওয়ার হোসেন। ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন ফাহমিদা বেগম, রুহী বেগম, তামিম আহমদ।
অনুষ্ঠানে একাডেমির পক্ষ থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতিসহ অতিথিবৃন্দ। সর্বশেষ একাডেমির ছাত্র ছাত্রীদের অভিনীত বাল্য বিবাহের কুফল সম্পর্কিত নাটক দর্শকদের নজর কাড়ে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: