শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৩০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
‘শিক্ষাক্ষেত্রে প্রবাসীদের অবদান’ শীর্ষক আলোচনাসভা ও টিফিনবক্স বিতরণ

‘শিক্ষাক্ষেত্রে প্রবাসীদের অবদান’ শীর্ষক আলোচনাসভা ও টিফিনবক্স বিতরণ

আমার সুরমা ডটকম’৭১ এর বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তানদের সংগঠন মুক্তিযোদ্ধার প্রজন্মর উদ্যোগে ‘‘শিক্ষাক্ষেত্রে প্রবাসীদের অবদান’’ শীর্ষক আলোচনাসভা ও একাডেমির ছাত্র-ছাত্রীদের মধ্যে টিফিনবক্স বিতরণ করা হয়। মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি গীতিকার কবি নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লন্ডনের ইউরো-বাংলা পত্রিকার ভাইস চেয়ারম্যান এন্ড ডাইরেক্টর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শেখ মোহাম্মদ তাহির উল্লাহ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইসহাক একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান মোজাহিদ। কাওছার আহমদের সঞ্চালনায় ২৭ মে রবিবার বিশ্বনাথের রামপুরস্থ ইসহাক একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন একাডেমির প্রিন্সিপাল মোঃ ইলিয়াস আলী। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আক্তার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শেখ মোহাম্মদ তাহির উল্লাহ বলেন, শিক্ষাক্ষেত্রে প্রবাসীরা বিশেষ করে সিলেটাঞ্চলে যুক্তরাজ্য প্রবাসীরা ব্যাপক অবদান রেখে যাচ্ছেন। প্রবাসীরা ব্যক্তিগত অর্থায়নে বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। অনেক প্রবাসীরা শিক্ষা প্রতিষ্ঠানে ভূমি দান করেছেন। বিল্ডিং করে দিয়েছেন। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলির উন্নয়নে প্রবাসীদের অবদান সর্বত্রই দৃশ্যমান।
সভাপতির বক্তব্যে কবি নাজমুল ইসলাম মকবুল বলেন, প্রবাসীরা আমাদের অহংকার। তাদের শ্রম ও ঘামে অর্জিত অর্থের সিংহভাগই দেশে প্রেরণ করেন এবং আত্মীয়-স্বজনসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়ান। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে তাদের অবদান অবশ্যই প্রশংসার দাবী রাখে।
প্রধান আলোচকের বক্তব্যে মিজানুর রহমান মোজাহিদ বলেন, প্রবাসীরা দেশের শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। তাদের এ অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন একাডেমির ভাইস প্রিন্সিপাল রুহেল আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির সহকারি শিক্ষক আনোয়ারুল হক, ফারহানা জামান, মুক্তা বেগম, তারিন বেগম, সাদ্দাম হোসেন, রুশেন চৌধুরী, জাকারিয়া আহমেদ, দেলোয়ার হোসেন, রিনা বেগম।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ৩৫০ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে টিফিনবক্স প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব শেখ মোহাম্মদ তাহির উল্লাহ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: