শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
শিশু ও নারী উন্নয়নের সচেতনতামূলক সাংবাদিক কর্মশালা শুরু

শিশু ও নারী উন্নয়নের সচেতনতামূলক সাংবাদিক কর্মশালা শুরু

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): শিশু ও নারী উন্নয়নের সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্প পঞ্চম পর্যায়ে সুনামগঞ্জ জেলায় কর্মরত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, জেলা তথ্য অফিসার ও ২২ জন সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের সার্কিট হাউজের কনফারেন্স হলে জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলামের সভাপতিত্বে দিনব্যাপী প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন জাতীয় গণমাধ্যম ইনস্ট্রিটিউটের মহাপরিচালক মোঃ রফিকুজ্জামান। এ কর্মশালা চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক মঞ্জুরুল আহসান, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, জেলা তথ্য অফিসার মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় গণমাধ্যম ইনস্ট্রিটিউটের মহাপরিচালক মোঃ রফিকুজ্জামান বলেন, হাওরের জেলা সুনামগঞ্জে শিশুদের সুরক্ষার মাধ্যমে তাদের বেড়ে উঠা, নারী নির্যাতন রোধসহ তাদের রাষ্ট্রিয় কাজে অংশগ্রহন নিশ্চিত করতে এবং তাদের সচেতনতা বৃদ্ধিসহ সকল সুযোগ সুবিধা প্রদানে গণমাধ্যমকর্মীদের ভূমিকা জোড়ালো করা দরকার বলেও তিনি মতামত তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: