মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
সিলেটে মানুষের ৩টি কঙ্কালসহ ২ জন আটক

সিলেটে মানুষের ৩টি কঙ্কালসহ ২ জন আটক

kongkalআমার সুরমা ডটকমর‌্যাব-৯ সিলেটের হযরত শাহজালাল র. মাজারের পাশ থেকে মানুষের ৩টি কঙ্কালসহ ২ জনকে আটক করেছে। বুধবার (৩১ আগষ্ট) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব কঙ্কালের অবৈধ ব্যাবসায়ীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। প্রাপ্ত তথ্য ও সংবাদের ভিত্তিতে তদন্ত করতে গিয়ে বের হয়ে আসে লোমহর্ষক ও চাঞ্চল্যকর ঘটনার চিত্র। জানা যায় গত ৫/৬ বছর ধরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের হিস্টোলজি বিভাগের কর্মচারী মোঃ বেল্লাল হোসাইন ও তার সহযোগীরা কঙ্কালের অবৈধ কেনা-বেচার সাথে জড়িত।
বুধবার  মধ্যরাতে সিলেটের শাহজালাল মাজারের দ্বিতীয় গেইট সংলগ্ন পূর্বালী ব্যাংকের সামনে থেকে একটি মানব কঙ্কালসহ মোঃ বেল্লাল হোসাইনকে (৪০) আটক করে র‌্যাব। পরবর্তীতে বেল্লাল হোসাইনকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, দীর্ঘদিন যাবৎ সে মানব কঙ্কাল ব্যাবসার সাথে জড়িত। কঙ্কাল সংগ্রহের জন্য বেল্লাল হোসাইন ও তার সহযোগীরা পংকি মিয়া নামক লাশ সরবরাহকারী সাথে সম্পর্ক তৈরী করে। অনুসন্ধানে জানা যায় পংকি মিয়া সিলেটের কালাগুলস্থ হযরত বিয়াবনশাহ পীরের মাজারের প্রধান খাদেম। মাজারের খাদেম কাজের আড়ালে পংকি মিয়া দীর্ঘদিন যাবৎ এই কঙ্কাল ব্যবসা করে আসছে। তদন্তে আরো জানা যায় যে, পংকি মিয়া কবর থেকে লাশ উত্তোলন করে বিভিন্ন রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে কঙ্কালে পরিণত করে এবং পরবর্তীতে চাহিদা অনুযায়ী বেল্লাল হোসাইনকে সরবরাহ করে আসছে। পরবর্তীতে বেল্লাল হোসাইনের দেওয়া তথ্যমতে র‌্যাব-৯, সিলেট ওসমানী মেডিকেল কলেজের হিস্টোলজি বিভাগ থেকে আরো দুটি মানব কঙ্কাল উদ্ধার করে এবং এ কাজের সহযোগি ওসমানী মেডিকেলের আরো একজন কর্মচারী মোঃ হীরা মিয়াকে (২১) আটক করে। মানব কঙ্কাল ব্যবসার সাথে জড়িত এই চক্রকে সনাক্ত ও আটক করতে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃত কঙ্কালসহ গ্রেফতারকৃত আসামীদেরকে সিলেট  কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: