শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
সুনামগঞ্জে টি-২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট কাপ উদ্ধোধন

সুনামগঞ্জে টি-২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট কাপ উদ্ধোধন

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): সুনামগঞ্জে ‘জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট’ খেলাটি উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার। এ সময় তিনি বলেন, বাংলাদেশকে এখন নাম বলে পরিচয় করিয়ে দিতে হয়না। বাংলাদেশের তারকা খেলোয়ারদের নাম বললেই চলে। বিশ্বে তাদেরকে এক নামে চিনে। মারশাফি-সাকিব-মোস্তাফিজ এরা বিশ্বে তারকা খেলোয়ার। তারা বাংলাদেশের নাম বিশ্ব মানচিত্রে উজ্জ্বল করেছে। কিন্তু কিছু দিন আগেও সেটি ছিলনা। আমাদের সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এটি সম্ভব হয়েছে। তিনি ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক সাবিরুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামছুন নাহার বেগম, সিলেট ক্রীড়া সংস্থার স¤পাদক শফিউল ইসলাম চৌধুরী নাদেল, পৌর মেয়র আয়ূব বখত জগলুল, সিভিল সার্জন আশুতোষ দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক ইমদাদ রেজা চৌধুরী, সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি সিরাজুর রহমান সিরাজ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম। এর আগে ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামের দুতলা বিশিষ্ট প্যাভিলিয়নের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: