শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
সুনামগঞ্জে বোরো ফসল রক্ষা বাঁধে ৯৫ কোটি টাকা বরাদ্দ

সুনামগঞ্জে বোরো ফসল রক্ষা বাঁধে ৯৫ কোটি টাকা বরাদ্দ

amarsurma.com

হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জের:

চলতি বোরো মৌসুমে বছরে সুনামগঞ্জের ফসলরক্ষা বাঁধ নির্মাণে ৯৫ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে।জেলা সদর সহ ১১ উপজেলায় ফসলরক্ষায় গঠিত ৫৫৩টি পিআইসির বিপরীতে ওই বরাদ্দ দেয়া হয়।

রবিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত ফসল রক্ষা বাঁধ মনিটরিং কমিটির সভায় বরাদ্দের বিষয়টি জানানো হয়।

সভায় জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি, পিআইসিতে বিভিন্ন অনিময়, অপ্রয়োজনীয় বাঁধের বিষয়ে তথ্য উপাত্ত তুলে ধরে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর প্রতিক ইদ্রিস আলী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বশির আহমদ সরকার, অ্যাডভোকেট আলী আমজদ, জেলা হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, সাধারণ সম্পাদক বিজন সেন রায় প্রমুখ।

সভায় ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের সার্বিক অবস্থা তুলে ধরেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক ভূইঁয়া।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, বাঁধ নির্মাণে কোনো দুর্নীতি বা অনিয়ম মেনে নেয়া হবে না। সভায় জানানো হয়, জেলার ১১টি উপজেলায় এবার ফসলরক্ষা বাঁধের কাজ করবে ৫৫৩টি পিআইসি।

যার মধ্যে আছে সদর উপজেলায় ৯টি, বিশ্বম্ভরপুর উপজেলায় ১৬টি, ধর্মপাশায় ৭৪টি, জামালগঞ্জে ৫৩টি, তাহিরপুরে ৬৩টি, দক্ষিণ সুনামগঞ্জে ৪০টি, ছাতকে ৭টি, জগন্নাথপুরে ৫০টি, দোয়ারাবাজারে ২৩টি, দিরাইয়ে ১০১টি ও শাল্লা উপজেলায় ১১৪টি।
আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সকল বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। বাঁধ নির্মাণ কাজ তদরকিতে কাজ করবে উপজেলা ও জেলা মনিটরিং কমিটি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: