শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচন-টেলিকনফারেন্সে দিরাই-শাল্লায় আওয়ামীলীগের প্রার্থী ঘোষণা করলেন সুরঞ্জিত সেনগুপ্ত

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচন-টেলিকনফারেন্সে দিরাই-শাল্লায় আওয়ামীলীগের প্রার্থী ঘোষণা করলেন সুরঞ্জিত সেনগুপ্ত

pic-27-11-16আমার সুরমা ডটকমআসন্ন জেলা পরিষদ নির্বাচনে টেলিকনফারেন্সে দিরাই-শাল্লা উপজেলার ৮নং ও ৯নং ওয়ার্ডে সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী ঘোষণা করেছেন আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সংসদীয় ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি। রোববার দিরাই উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত সকলকে ঘোষিত প্রার্থীদের পক্ষে কাজ করার আহ্বান জানান। দিরাই উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত ৮নং ওয়ার্ড সদস্য পদে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, শাল্লা উপজেলার ৪টি ও দিরাই উপজেলার ৩টি ইউনিয়ন নিয়ে গঠিত ৯নং ওয়ার্ড সদস্য পদে শাল্লা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুললেইছ চৌধুরীকে এবং সংরক্ষিত মহিলা আসনে দিরাই উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক রাজরানী চক্রবর্তীকে প্রার্থী ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত দিরাই উপজেলার ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্যগণ, পৌরসভার মেয়র ও কাউন্সিলরগণ, শাল্লা উপজেলার চেয়ারম্যান ও সদস্যগণ এবং আওয়ামীলীগের নেতৃবৃন্দ ঘোষিত প্রার্থীদেরকে সমর্থন প্রদান করেন। পৌরসদরের কলেজ রোডস্থ বাগানবাড়ি কমিউিনিটি সেন্টারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক বিকাশ রায়ের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজ দৌলা তালুকদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান এওর, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, শাল্লার হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ দাস বকুল, দিরাই উপজেলার সরমঙ্গল ইউপি চেয়ারম্যান এহচান চৌধুরী, রাজানগর ইউপি চেয়ারম্যান সৌম্য চৌধুরী, ভাটিপাড়া ইউপি চেয়ারম্যান শাহাজাহান কাজী, তাড়ল ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুস, রফিনগর ইউপি চেয়ারম্যান রেজুয়ান হোসেন খান, জগদল ইউপি চেয়ারম্যান শিবলী আহমদ বেগ, আতাউর রহমান, কাজল চৌধুরী, তাজুল ইসলাম, নূরুল ইসলাম, শরবিন্দু দাস, বিশ্বজিৎ রায়, কামরুল ইসলাম, জুয়েল মিয়া, সায়েল আহমদসহ ইউপি সদস্য ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: