শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
সুরঞ্জিতের মামলায় ফের গ্রেফতার আরিফুল হক চৌধুরী

সুরঞ্জিতের মামলায় ফের গ্রেফতার আরিফুল হক চৌধুরী

d-2আমার সুরমা ডটকমদিরাইয়ে সুরঞ্জিত সেন গুপ্তের জনসভায় বোমা হামলা মামলায় সিলেট ও হবিগঞ্জের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও জি কে গৌসকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। রাষ্ট্র পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার বেলা ১১টায় বিএনপির এই দুই নেতাকে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। দিরাই জোনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ আরিফুল হক চৌধুরী ও জি কে গৌসকে ওই মামলায় শ্যেন অ্যারেস্টের আদেশ দেন। আসামি পক্ষে ছিলেন ফজলুল হক আছপিয়া, শহিদুজ্জামান চৌধুরী, শেরেনূর আলী প্রমুখ। আসামী পক্ষের আইজীবীদের দাবি, ঘটনার ১২ বছর পরে দুই জন জনপ্রিয় জনপ্রতিনিধিকে এই মামলায় জড়ানো উদ্দেশ্যপ্রণোদিত এবং এই প্রচেষ্টা আইনানুগ নয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শহিদুল হাসমত খোকন। সাবেক অর্থমন্ত্রী শাহ কিবরিয়া হত্যাকান্ডে দায়ের করা হত্যা ও বিস্ফোরক মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও সুরঞ্জিত সেন গুপ্ত হত্যা প্রচেষ্টা মামলায় তার জামিন প্রলম্বিত হচ্ছে।

২০০৪ সালের ২১শে জুন সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের জগন্নাথ জিওর মন্দিরের কাছে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলা মামলায় আরিফুল হককে অজ সুনামগঞ্জ আদালতে হাজির করা হয়। কারণ ঐ মামলার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হবিগঞ্জ জোনের সহকারী পুলিশ সুপার বসু দত্ত চাকমার আবেদনে আরিফুল হক চৌধুরীকেও ঐ মামলায় আসামি করা হয়।

আরিফুল হকের বিরুদ্ধে থাকা দুটো মামলার মধ্যে কিবরিয়া হত্যা ঘটনায় দায়ের হওয়া মূল মামলায় গত ৬ই সেপ্টেম্বর আরিফুল হক চৌধুরীকে জামিন প্রদান করেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ। পরে জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ৮ই সেপ্টেম্বর প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারকের বেঞ্চ সে আবেদন নাকচ করে দেন। অপরদিকে ১৩ই নভেম্বর বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ আরিফুল হক চৌধুরীকে হত্যা সংশ্লিষ্ট বিস্ফোরক মামলায়ও জামিন দেন। রাষ্ট্রপক্ষের আপিল আবেদন পরদিনই খারিজ করে দেন চেম্বার জজ সৈয়দ মাহমুদ হোসেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: