পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, শনিবার বিকেল তিনটায় কানাইঘাটে সুরমা বিপদসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। একই সময় সুরমার সিলেট পয়েন্টে বিপদসীমার ২১ সেন্টিমিটার, কুশিয়ারার আমলশীদ পয়েন্টে বিপদসীমার ১৮৯ সেন্টিমিটার, শেওলা পয়েন্টে ৮৮ সেন্টিমিটার এবং সারী নদীর সারীঘাট পয়েন্টে ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এদিকে পানি কমে যাওয়ায় সারি-গোয়াইন সড়কে যান চলাচল শুরু হয়েছে। এছাড়া কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার নিলের এলাকাগুলো থেকেও পানি নামছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।