শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
হাওরাঞ্চলের শিক্ষাক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে-জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম

হাওরাঞ্চলের শিক্ষাক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে-জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, হাওরাঞ্চলের শিক্ষা উন্নয়ন ও শিক্ষা ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। বিদ্যালয়ে ভবনের চেয়ে ভালো শিক্ষকের বেশি প্রয়োজন ও বিদ্যালয় গুলোতে প্রতি মাসে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে সমাবেশ করে শিক্ষার গুরুত্বকে তৃণমুল পর্যায়ে বাড়ানোর পরামর্শ প্রদান করেন। মঙ্গলবার সকাল ১০টায় সাচনাবাজার উচ্চ বিদ্যালয় মাঠে সাচনাবাজার ইউনিয়নের চেয়ারম্যান ও সাচনাবাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম শামীমের সভাপতিত্বে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ শিশুকানন কিন্ডার গার্ডেনের উদ্বোধনকালে উপরোক্ত কথাগুলো তিনি বলেন। সাচনাবাজার উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসুন কুমার চক্রবর্তী, ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, একাডেমিক সুপার ভাইজার আব্দুল মুকিত, আওয়ামীলীগের সহ-সভাপতি দীজেন্দ্র লাল দাস, স্বপন কুমার রায়, অসীত রায় চৌধুরী। সহকারি শিক্ষক অরুপ নারায়ন তালুকদারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাচনাবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণতোষ ঘোষ চৌধুরী। অনুষ্ঠানে সাচনা বাজারের ব্যবসায়ী, সাংবাদিক, অভিভাবকগণ, ইউনিয়ন পরিষদের সদস্যগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ছাত্রছাত্রীরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক দুপুরে পলক সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাচনাবাজার ইউনিয়ন পরিষদ, দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ভূমি অফিস, উপজেলার বিভিন্ন সরকারি দফতর, থানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে বিকেলে উপজেলা প্রশাসনের আযোজনে জনপ্রতিনিধি, উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করার কথা থাকলেও তিনি ব্যস্ততার কারণে মতবিনিময় সভা করতে পারেন নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: