বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
৫ দফা দাবী বাস্তবায়নে কানাইঘাটে অটোরিকশা শ্রমিকের সভা

৫ দফা দাবী বাস্তবায়নে কানাইঘাটে অটোরিকশা শ্রমিকের সভা

amarsurma.com

জিয়াউর রহমান, কানাইঘাট (সিলেট) উপজেলা সংবাদদাতা:

৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-চট্ট-৭০৭ এর অন্তর্ভূক্ত কানাইঘাটের বিভিন্ন স্ট্যান্ডের নেতৃবৃন্দের নিয়ে এক সভা শনিবার বিকাল ৩টায় কানাইঘাট দক্ষিন বাজারস্থ ৭০৭ শাখার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের কানাইঘাট দক্ষিন বাজার উপ-পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও সহ-সম্পাদক আলমগীর কবিরের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৃহত্তর জৈয়ন্তিয়া উপ-পরিষদের আহ্বায়ক নুরুল হক।

বক্তব্য রাখেন গাছবাড়ী শাখার উপ-পরিষদের সভাপতি ও জেলা কমিটির সদস্য আতাউর রহমান, কানাইঘাট উত্তর বাজার উপ-পরিষদের সভাপতি জাকারিয়া, সুরইঘাট উপ-পরিষদের সভাপতি মামুন রশিদ, শহর উল্লাহ উপ-পরিষদের সভাপতি আব্দুল হামিদ তোতা, রাজাগঞ্জ উপ-পরিষদের সভাপতি শ্রী রাম প্রসাদ, গাছবাড়ী চৌমুহনী উপ-পরিষদের সভাপতি সালেহ আহমদ, কানাইঘাট দক্ষিন বাজার উপ-পরিষদের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ ৫ দফা দাবী বাস্তবায়নে নানা বক্তব্য রাখেন। এ সময় দাবী সমুহ তারা তোলে ধরেন।

মহাসড়কে মেট্রোপলিটন এলাকা পর্যন্ত সিএনজি চালিত অটোরিক্সার চলাচল করার সুযোগ দিতে হবে। সিলেট জেলা ও মেট্রো আরটিসি বোর্ডে (কমিটিতে) অটোরিক্সা শ্রমিক প্রতিনিধি রাখতে হবে। সিলেট শহরসহ সকল উপজেলায় চলাচলরত বেটারী চালিত রিক্সা ও অটো বাইক চলাচল বন্ধ ও নিষিদ্ধ করতে হবে। রেকারিং বাণিজ্যসহ সকল প্রকার পুলিশি হয়রানী বন্ধ করতে হবে। খাল-বিল, নদী-নালা অধ্যুষিত সিলেট সিএনজি চালিত অটোরিক্সায় নিরাপত্তা গ্রীল সংযোজনের সিদ্ধান্ত বাতিল করতে হবে।

সিলেট শহরের বিভিন্ন স্থানে অটোরিক্সা পার্কি স্থানের ব্যবস্থা করতে হবে। প্রাইভেট গাড়ী দ্বারা (কার, লাইটেস) বাজি বহন বন্ধ করতে হবে। ঢালাও ভাবে সিএনজি চালিত অটোরিক্সা বেআইনী বিক্রি বন্ধ করতে হবে এবং বিক্রিত গাড়ীগুলির রেজিস্ট্রেশন প্রদান করতে হবে। উল্লেখিত দাবী দাওয়া বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৯ সেপ্টেম্বর সিলেট কোর্ট পয়ন্টে সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালনসহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হবে বলে সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্য উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: