শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৩০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক, অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৬২৫-৬২৭৬৪৩
৮০ ভাগ ভোট পড়েছে, আর নতুন নির্বাচন হবে না -সিইসি

৮০ ভাগ ভোট পড়েছে, আর নতুন নির্বাচন হবে না -সিইসি

amarsurma.com

আমার সুরমা ডটকম:

একাদশ সংসদ নির্বাচনে ৮০ ভাগ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, ঐক্যফ্রন্টের দাবি অনুযায়ি নতুন নির্বাচন আর হবে না। সোমবার বিকালে নির্বাচন পরবর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অন্য চার নির্বাচন কমিশনারও সিইসির সঙ্গে ছিলেন। তিনি বলেন, নির্বানে আইন শৃঙ্খলা বাহিনী যে সাহস ও সমর্থন যুগিয়েছে এজন্য ইসি ধন্য। সহযোগিতার জন্য সেনা প্রধানকেও ধন্যবাদ। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এ পর্যন্ত কমিশন একটি লিখিত আবেদনও পায়নি জানিয়ে সিইসি বলেন, নির্বাচন নিয়ে তিনি সন্তুষ্ট। একজন সাংবাদিক কয়েকটি অনিয়মের সুনির্দিষ্ট বিষয় উল্লেখ করে সিইসির প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এগুলো আমরা দেখব। তবে লিখিত অভিযোগ আসলেও গেজেট প্রকাশে কোন বাধা হবে না। অস্বাভাবিক ভোটের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভোটতো আমরা দেইনি। জনগণ দিয়েছে। যেসব ফলে ত্রুটি রয়েছে সেগুলো সংশোধন করা হয়েছে। অনিয়মের বিষয়ে আপনি লজ্জিত কিনা এমন প্রশ্নে তিনি বলেন না আমি লজ্জিত না।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com
error: