শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
মোঃ আবুল কালাম জাকারিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হাওরের ক্ষতিগ্রস্থ ২শত কৃষক পরিবারের মাঝে ‘ইকরা ইন্টানেশনাল (ইউকে)’র পক্ষ থেকে চাউল, ডাল, আলু, লবণ, পিয়াজ উপকরণ ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ‘ইকরা ইন্টানেশনাল (ইউকে)’র আয়োজনে ফসলহারা পাকনা হাওরপাড়ের নিভৃত পল্লী ফেনারবাঁক ইউনিয়নের হঠামারা গ্রামে ত্রাণ বিতরণ পূর্বে বক্তব্য রাখেন ইকরা ইন্টার ন্যাশনাল (ইউকে)’র বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান ও সিলেট প্রেসক্লাব’র সাবেক সভাপতি মুকতাবিস উন্-নুর। জামালগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারী সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ’র সঞ্চালনায় ত্রাণ বিতরণ পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলার বিশিষ্ট সমাজকর্মী জুলফিকার চৌধুরী রানা, স্থানীয় ইউপি সদস্য কে.এম. আঃ রহিম, সিলেট’র ফটো সাংবাদিক বেলায়েত হোসেন, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সহ-সাধারণ সম্পাদক নিজাম নুর, কোষাধ্যক্ষ আখতারুজ্জামান তালুকদার ও সম্মানীত সদস্য শেরে আলম শেরু প্রমুখ। বক্তারা বলেন, সম্প্রতি বন্যায় সুনামগঞ্জের হাওরের ফসলহারা কৃষক পরিবার গুলোতে ফসল ডুবির কারণে বিপর্যয় দেখা দিয়েছে। খাদ্যাভাব, বিশুদ্ধ পানীয়, বাসস্থান ও চিকিৎসাসহ নানাবিদ সঙ্কটে ঋণগ্রস্ত কৃষক, কৃষাণী, জেলে ও খামারিদের মধ্যে এখন হাহাকার বিরাজ করছে। সরকারের ত্রাণ বিতরণের পাশাপাশি লন্ডন ভিত্তিক সেবা মুলক সংস্থা ‘ইকরা’ দেশে ও দেশের বাহিরে অসহায়, দরিদ্র, প্রতিন্ধিদের কল্যাণে সেবার হাত বাড়িয়ে সুনাম অর্জন করছে। ইকরা’র মতো আরো বেসরকারী সংস্থা ভবিষ্যতে হাওরবাসীর এমন দুর্যোগপূর্ণ সময়ে আত্মমানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানন। আসুন ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াই।