রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: ছাত্র জমিয়ত বাংলাদেশ দিরাই উপজেলা শাখার কাউন্সিল বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। শাখার সভাপতি হাফিজ মাওলানা শাব্বির আহমদ সরদারের সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ রাজনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার জমিয়তের সভাপতি মাওলানা নাজিম উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ত্বাহা হোসাইন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল হক চৌধুরী, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুহিউদ্দিন কাসেমী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা হেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ, দিরাই পৌর জমিয়তের ভারপাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল হক আরকান, উপজেলা জমিয়ত নেতা মাওলানা এনামুল হক, উপজেলা যুব জমিয়ত নেতা মাওলানা মুফতী সিরাজুল ইসলাম, দিরাই পৌর ছাত্র জমিয়তের সভাপতি মুহাম্মদ মিয়া প্রমূখ। বক্তারা তাঁদের বক্তব্যে আপামর ছাত্র সমাজকে নির্ভেজাল ছাত্র সংগঠন ছাত্র জমিয়তে যোগদান করে ছাত্র জমিয়তের দাওয়াতকে ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে আহ্বান জানান৷ পরে জেলা ছাত্র জমিয়তে সাধারণ সম্পাদক হাফিজ ত্বাহা হোসাইন দুই বৎসর মেয়াদি ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্র জমিয়তের প্যানেল ঘোষণা করেন৷ সভাপতি হাফিজ মাওলানা শাব্বির আহমদ সরদার, সহ-সভাপতি মাওলানা জাবির হোসাইন চৌধুরী, সহ-সভাপতি মাওলানা শাহ ফরিদ উদ্দিন, সহ-সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক এম হাসান আহমদ, সহ-সাধারন সম্পাদক আব্দুল্লাহ রাজন, সহ-সাধারণ সম্পাদক হাফিজ ইসহাক আহমদ, সহ-সাধারণ সম্পাদক ফরিদ খান, সাংগঠনিক সম্পাদক হাফিজ জিয়াউল করীম, সহ-সাংগঠনিক সম্পাদক আইয়ূব খান, সহ-সাংগঠনিক সম্পাদক ফুজায়েল আহমদ হামযা, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাসউদ আহমদ হিরা, সরকারি মাদরাসা বিষয়ক সম্পাদক আব্দুল হাফিজ সরদার, কলেজ-ভার্সিটি বিষয়ক সম্পাদক কয়েছ আহমদ, পাঠাগার সম্পাদক মিনহাজ আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক হাফিজ নাজমুল ইসলাম, সাহিত্য সম্পাদক রাকিব আল হাসান, প্রচার সম্পাদক তারেক আহমদ, সমাজসেবা সম্পাদক জুবায়ের আহমদ খান, অর্থ বিষয়ক সম্পাদক তফজ্জুল হক, দপ্তর সম্পাদক হাফিজ নাহিদ আহমদ, সদস্য মোঃ আসহাবুর রহমান, শহীদুল ইসলাম, হাফিজ হাবিব আহমদ, আল মামুন, মুনাইম খান, হোসাইন আহমদ, আখলাকুর রহমান, জুনাইদ আহমদ, আরিফ আহমদ৷