রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রনালয় ও পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামীলীগ সরকার শিক্ষা উন্নতির লক্ষ্যে দেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানেই ভবন নির্মান কাজ যাচ্ছে। এর ধারাবাহিকতায় সৈয়দপুর মাদরাসায় নতুন নির্মিত ভবন কাজ সম্পন্ন হয়েছে। তিনি তার বক্তব্যে ঘোষণা দিয়ে বলেন ইনশাল্লাহ নতুন নির্মিত ভবনটির উর্দ্ধমূখী সম্প্রসারণ এবং প্রতিষ্ঠানে নতুন একটি একাডেমিক ভবন নির্মান করার আপ্্রান চেষ্টা করা হবে। শনিবার ২৭ মে-২০১৭ খ্রি. বেলা ২ ঘটিজায় সেুনামগঞ্জ জেলার অতিপুরাতন ১১৩ বছরের শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া আলিম মাদরাসার নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি একথা বলেন। মাদরাসা অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদের সভাপতিত্বে এবং প্রভাষক মেঃ নিজাম উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার বরকত উল্লাহ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, সৈয়দপুর মাদরাসা সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য, মাদরাসা গভর্ণিং বডির সদস্য সৈয়দ সাবির মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু বিজন কুমার, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, উপজেলা মাধমিক শিক্ষা অফিসার মুখলেছুর রহমান, কাজী শরাফত আলী ওয়াকফ স্টেট-এর মোতাওয়াল্লী ও মাদরাসা গভর্ণিং বডির সদস্য আলহাজ সৈয়দ লাল মিয়া, যুক্তরাজ্যের সাবেক এমপি পদপ্রার্থী বিশিষ্ট কনিউনিটি নেতা সৈয়দ নুরুল ইসলাম দুলু, এলাকার বিশিষ্ট মুরুব্বী ও লন্ডন প্রবাসী সৈয়দ আব্দুল মুনিম, মাদরাসা গভর্ণিং বডির সদস্য আলহাজ সৈয়দ আক্কাস আলী, ডাক্তার সৈয়দ তৈফুর আহমদ, সৈয়দ সালেহ আহমদ, মাদরাসা গভর্ণিং বডির সদস্য ডাক্তার সৈয়দ নুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী ও মাদরাসা গভর্ণিং বডির সদস্য সৈয়দ মনোয়ার আলী, এপিএস হাসানত কবির, বিএনপি নেতা সৈয়দ আব্দুর রকিব, বিএনপি নেতা হাফিজ আব্দুল কবির, আওয়ামীলীগ নেতা ডাক্তার আজাদুর রহমান, আওয়ামীলীগ নেতা সৈয়দ শেফুল আমীন, জমিয়ত নেতা মাওলানা সৈয়দ ফয়জুল হক, যুবলীগ নেতা মোঃ আবুল হোসেন লালন, খেলাফত মজলিস নেতা মাওলানা সৈয়দ তহুর আহমদ, মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ইসলাম উদ্দীন রনি, প্যানেল চেয়ারম্যান সৈয়দ লিলু, ইউপি সদস্য সৈয়দ এমদাদ, লন্ডন প্রবাসী সৈয়দ আহসান, সৈয়দ মাকসুদ প্রমূখ।
মন্ত্রীর আগমনে শিক্ষার্থীদের মাধ্যমে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় এবং মাদরাসার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট উপহার প্রদান করা হয় এবং মেহমানদের আপ্যায়নের মাধ্যমে সভার সমাপ্তি হয়।