শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:২৪ অপরাহ্ন
খালেদ আহমদ, সদর (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা: সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের কর্মময় বর্নাঢ্য জীবনের স্মৃতি ধরে রাখতে গঠন হল এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ। এ উপলক্ষে ১৬ জুলাই বিকেলে মৌলভীবাজারস্ত নিতেশ্বর গিয়াসনগরে দুসাই রিসোর্টের কনভেনসন সেন্টারে মরহুমের জ্যেষ্ট পুত্র সাবেক এমপি এম নাসের রহমানের সভাপতিত্বে ও এডভোকেট আব্দুল মতিন চৌধুরীর পরিচালনায় মরহুম এম সাইফুর রহমানের স্মৃতিচারন মূলক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় মরহুমের বর্নাঢ্য কর্মময় জীবনের নানা দৃষ্টান্ত মূলক সফলতার বিষয় নিয়ে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শান্তি পদ ঘোষ, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি সিনিয়র সাংবাদিক বকশি ইকবাল আহমদ, ব্যাংক অফিসার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট আবু তাহের প্রমুখ।
সভায় আলোচনা শেষে সর্বসম্মতি ক্রমে সিন্ধান্ত গৃহিত হয় এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ গঠনের। ওই সভায় সর্বসম্মতিক্রমে সাবেক এমপি এম নাসের রহমানকে প্রধান পৃষ্ঠপোষক, এম কায়সার রহমানকে পৃষ্ঠপোষক, সিনিয়র সাংবাদিক বকশি ইকবাল আহমদকে সভাপতি ও এডভোকেট আব্দুল মতিন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ গঠন করা হয়।
কমিঠির অনান্যরা হলেন উপদেষ্ঠা মন্ডলীর সদস্য আব্দুল কাদির মাহমুদ (সাবেক চেয়ারম্যান হাউজ বিল্ডিং ফাইন্যাস কর্পোরেশন ও সাবেক অতিরিক্ত সচিব অর্থ মন্ত্রনালয়), এডভোকেট মুজিবুর রহমান মুজিব (বীর মুক্তিযোদ্ধা, সাবেক সভাপতি মৌলভীবাজার আইনজীবী সমিতি), লে: ক: অব: আতাউর রহমান পীর (সাবেক অধ্যক্ষ মদন মোহন কলেজ সিলেট), ডা: আব্দুল মতিন (সাবেক সিভিল সার্জন মৌলভীবাজার), মো: ফয়জুর রহমান (বিশিষ্ট লেখক ও সাংবাদিক, সাবেক বিটিভি প্রতিনিধি সিলেট), আব্দুল কাইয়ুম চৌধুরী (বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবীদ)। সভাপতি সাংবাদিক বকশি ইকবাল আহমদ, সহ-সভাপতি ডা: দিলশাদ পরভিন ও এডভোকেট মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, যুগ্ম সম্পাদক ব্যবসায়ী আমিন উদ্দিন বাবু (সত্তাধিকারী নোভা মাল্টিকেয়ার ডায়াগনষ্টিক সেন্টার), মো: তারা মিয়া (সাবেক পরিচালক দি চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্টিজ মৌলভীবাজার), কোষাধ্যক্ষ সৈয়দ তৌফিক আহমদ (পরিচালক বাংকো সিকিউরিটিজ লি: মৌলভীবাজার), প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মু ইমাদ উদ দীন (স্টাফ রিপের্টার, দৈনিক মানবজমিন ও বিশেষ প্রতিনিধি সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ)। সদস্য সিরাজুল ইসলাম সিদ্দিকী (সভাপতি মৌলভীবাজার মিনিবাস মালিক সমিতি), বদরুন্নেছা খানম (চেয়ারম্যান বদরুন্নেছা প্রা: হাসপাতাল মৌলভীবাজার), মো: ইমদাদুল হক মছলু (সভাপতি কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন মৌলভীবাজার), মো: বদরুল আলম (বিশিষ্ট ব্যবসায়ী মৌলভীবাজার), উপাধ্যক্ষ আব্দুল হান্নান (উপাধ্যক্ষ কুলাউড়া সরকারী কলেজ), সৈয়দ হুমায়েদ আলী শাহিন (সাবেক সাধারণ সম্পাদক মৌলভীবাজার প্রেসক্লাব), আজিজুর রহমান মনির (চেয়ারম্যান ভূকশিমইল ইউনিয়ন পরিষদ কুলাউড়া), এডভোকেট হাফিজ আব্দুল আলিম, দেওয়ান পরওয়াজ আহমদ চৌধুরী, সাংবাদিক এডভোকেট নুরুল ইসলাম শেফুল (প্রতিনিধি ইন্ডিপেন্ডেন্স ও ইউ এন বি মৌলভীবাজর), আতাউর রহমান চৌধুরী (মৌলভীবাজার প্রতিনিধি এশিয়ান এইজ) মো: শেকুল ইসলাম তালুকদার (যুগ্ম-সম্পাদক রোটারী ক্লাব অব মৌলভীবাজার মিড টাউন), সাংবাদিক হোসাইন আহমদ (জেলা প্রতিনিধি দৈনিক যুগান্তর)।
এদিকে ২১ জুলাই রাতে দুসাই রিসোর্টের কনভেনসন সেন্টারে নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি বকশি ইকবাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মতিন চৌধুরীর পরিচালনায় সভায় কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে সিন্ধান্ত গৃহিত হয় আগামী ৫ই সেপ্টেম্বর মরহুম এম সাইফুর রহমানের মৃত্যুবাষির্কী যথাযোগ্য মর্যাদায় পালন, মরহুমের কবর জিয়ারত, পুষ্পস্থবক অর্পন, মিলাদ মাহফিল, দোয়া, শিরনি বিতরণ। মৃত্যুবাষির্কী উপলক্ষে স্মরনিকা প্রকাশ এবং ওই দিনই মরহুমের বর্নাঢ্য কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারন মূলক আলোচনা সভার।