সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
বিশেষ সংবাদদাতা (সুনামগঞ্জ): ছাতকে স্বেচ্ছাসেবকলীগের উপজেলা শাখার সম্মেলন উপলক্ষে এক প্রস্তুতি সভা সোমবার বিকেলে গোবিন্দগঞ্জের তানজিনা সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। আগামি ৩১ জুলাই উপজেলা সম্মেলনকে কেন্দ্র করে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোয়েব আহমদ চৌধুরী। ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শামীম আহমদ তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আব্দুস সহিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়, সিলেট মহানগর জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এম রশীদ আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক বিপব সামন্ত, লাভলু আহমদ, এডভোকেট আবুল হোসেন, সদস্য হাজী ওবায়দুর রউফ বাবলু, আব্দুল হান্নান আঙ্গুর, ছাতক পৌর আ.লীগ নেতা সাব্বির আহমদ, দোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ছালিক আহমদ, কামরুজ্জামান, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান টুনু, আব্দুল আলিম, কবির আহমদ। বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মইনুল হক, আবুল কালাম, এনাম আহমদ, নাজমুল করিম, আজিজ মেম্বার, আলী হোসেন, দেলোয়ার হোসেন, খালেদ আহমদ, এমদাদ আহমদ, নজরুল ইসলাম নাইম, রাসেল আহমদ, পরিমল নাথ, মুহিবুর রহমান মেম্বার, আব্দুল গনি, আবু বক্কর, সালেহ আহমদ, সাকের রহমান বাবুল, রাজুক আহমদ, বদর উদ্দিন, রাসেল আহমদ, শামছুন্নর, ভানু দাস, আবু তাহের, রুবেল আহমদ, বিলাল আহমদ প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, সাংগঠনিক ও আহবায়ক-যুগ্ম আহবায়কের মধ্যে মইনুল হোসেন, গুলজার আহমদ, জাহেদুল হক, কাওছার আহমদ, দিলোয়ার হোসেন, ফখরুল হক মামুন, আফরোজ আলী, শামীম শিকদার, শিরওয়ান আহমদ, সাজুর আহমদ, সেলিম আহমদ, মাহমুদুল হাসান, দিলরাজ, আব্দুল মতিন, নাছির উদ্দিন, আয়নাল হক বাচ্চু, রাসেল আহমদ, বুরহান উদ্দিন, ছামির আলী, মামুন মিয়া, ফারুক আহমদ, আমির উদ্দিন, মাহতাব উদ্দিন রাজীবসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আগামি ৩১ জুলাই পরীক্ষিত মুজিব সৈনিকদের নিয়ে সকলের মতামতের ভিত্তিতে একটি শক্তিশালী ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি উপহার দেয়া হবে।