সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০১:০৪ অপরাহ্ন
দক্ষিণ সুরমা (সিলেট) উপজেলা সংবাদদাতা: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথী বলেছেন, জমিয়তে উলামায়ে ইসলাম দারুল উলুম দেওবন্দের রাজনৈতিক মিশনের নাম। আকাবির আসলাফের রাতজাগা অশ্রু, দিনের বেলার ঘাম, শ্রম, রক্তস্নাত এ সংগঠন পৃথিবীর সর্বত্র ইসলামী শাষন ব্যবস্হা কায়েমের সংগ্রাম করে যাচ্ছে।জমিয়তের কাজের কোন আয়তন নেই। যেখানেই মানব সভ্যতা বিরাজমান সেখানেই জমিয়তের প্রয়োজনীয়তা বিদ্যমান। শুক্রবার ছাত্র জমিয়ত বাংলাদেশ বিশ্বনাথ উপজেলাধীন রামপাশা ইউ/পি শাখার কাউন্সিল ও সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরুক্ত কথাগুলো বলেন। সংগঠনের অস্হায়ী কার্যালয়ে শাখা সহ-সভাপতি সালেহ আহমদ সাঈদের সভাপতিত্ব ও সহ-সম্পাদক হাফিজ শাহজাহান মাহমুদের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম, উপজেলা যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা নেছার আল মাহমুদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্র জমিয়তের তথ্য-প্রযুক্তি সম্পাদক ও উপজেলা সহ-সভাপতি মুহাম্মদ হাসান বিন ফাহিম, বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মাহমুদুর রহমান মিলাদ, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন রামপাশা ইউ/পি শাখার বিদায়ী সাধারণ সম্পাদক হাফিজ যুবায়ের খান। বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত নেতা হাফিজ আব্দুল গাফ্ফার, সামছুল ইসলাম, হাফিজ তাহমিদ আহমদ, হাফিজ যিয়াউর রহমান প্রমূখ। এ সময় আরো উপস্হিত ছিলেন ছাত্র জমিয়ত মুহাম্মদিয়া শাখার সভাপতি মুখতার হুসাইন, উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক আতিকুর রহমান, দপ্তর সম্পাদক যিয়াউল হক্ব, পাঠাগার সম্পাদক ইমরান আহমদ, তথ্য প্রযুক্তি সম্পাদক আবু ইউসুফ, মুহাম্মদিয়া শাখার সাংগঠনিক সম্পাদক হাবীবুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ বিন ফজল, ছাত্র জমিয়ত নেতা তালিবুদ্দীন, সাদিকুর রহমান, নোমান আহমদ। অনুষ্টানের শুরুতে তেলাওয়াত করেন হাফিজ ফয়সল আহমদ, সঙ্গীত পরিবেশন করেন সফিকুর রহমান। কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে সালেহ আহমদ সাঈদকে সভাপতি, হাফিজ শাহজাহানকে সাধারণ সম্পাদক ও হাফিজ ফয়সল আহমদকে সাংগঠনিক সমম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ২০১৭-১৮ সেশনের কমিটি গঠন করা হয়।