শুক্রবার, ০৪ Jul ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আবনায়ে ক্বাদিম সাকিতপুর মাদরাসার কমিটি গঠন সমাজ ও রাষ্ট্রের দুষ্টচক্রকে নির্মূল করে দেশকে এগিয়ে নিতে হবে: বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের প্রার্থী বাছাই সম্পন্ন সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের হেভিওয়েট প্রার্থী হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ দিরাই পৌরসভার বাজেট পেশ সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মাদকের চালান আটক দিরাইয়ের সেনা বাহিনীর অভিযানে গ্রেফতার ৪, গুলিতে নিহত নিরীহ আবু সাইদ হেফাজতে ইসলাম মিডল‍্যান্ডস শাখা গঠন: সভাপতি মাওলানা এখলাছুর রহমান, সেক্রেটারী মাওলানা এনামুল হাসান সাবীর লন্ডন মহানগর জমিয়তের ঈদ পুনর্মিলনী ও কার্যনির্বাহি কমিটির সভা অনুষ্ঠিত হত্যার হুমকির শিকার শান্তিগঞ্জ প্রেসক্লাব সদস্য, থানায় জিডি
সর্বস্তরের মানবতাবাদী মানুষের প্রতি “রোহিঙ্গা শরণার্থী সাহায্য সংস্থা’র” আহবান

সর্বস্তরের মানবতাবাদী মানুষের প্রতি “রোহিঙ্গা শরণার্থী সাহায্য সংস্থা’র” আহবান

আমার সুরমা ডটকম: দলমত নির্বিশেষে সকল সুস্থ বিবেক, বর্তমান বিশ্বের সবচে’ নিগৃহীত জনগোষ্ঠী রোহিঙ্গাদের মানবেতর জীবনযাপনের নির্মম কাহিনী আপনাদের জানা। ইতিহাসের জঘন্যতম বর্বরতার শিকার তারা। যুগযুগ ধরে উগ্র বৌদ্ধদের অব্যাহত নির্যাতনে তাঁদের জীবন আজ দুর্বিষহ। বাঁচার আশায় তারা প্রাণ নিয়ে কেবল ছুটছে। খোদার এ বিশাল বিশ্বের কোথাও তাঁদের একটু মাথা গুঁজারও ঠাই নেই। সকল মৌলিক অধিকার থেকেও বঞ্চিত তারা। তাঁদের জীবনের সকল আশা ভরসা আজ নাফ নদীর ঢেউয়ের সাথে ভাসছে। নিহত হয়েছে অগণিত বনী আদম। আহত হয়ে কাতরাচ্ছে আরো কতো শতো হাজার। হতভাগা অনেকের লাশ এখন শকুনের খাদ্য। কেউবা ভেসে গেছে সমুদ্রের উত্তাল ঢেউয়ে। পৃথিবী আর কোনোদিন তাঁদের মুখ দেখবে না। ভাগ্যগুণে প্রায় তিনলাখ বাস্তুহারা বাংলাদেশ সীমান্তে আশ্রয় নিয়েছে। মাথা গুজার ঠাই পেলেও নেহায়েত মানবেতর জীবনযাপন করছে তারা। অন্ন, বস্ত্র আর বাসস্থানের অভাবে তারা সীমান্তে শুধু ধুকছে। অসহায়ের মতো তারা তাকিয়ে আছে বিশ্ববিবেকের প্রতি। তাঁদের প্রয়োজন খাদ্য। প্রয়োজন বস্ত্র। প্রয়োজন মাথা গুজার ঠাই। আমরা কি পারি না তাঁদের জন্যে কিছু করতে? পারি না ভাগ্যবিড়ম্বিত এসব অসহায়ের মুখে হাসি ফোটাতে? মিটিং মিছিল আর মানববন্ধনের চে’ এই মুহূর্তে তাঁদের বেশি প্রয়োজন একমুঠো অন্ন। আসুন, আমরা তাঁদের জন্যে কিছু করি। নিজের সাধ্যমত কিছু করি। পঞ্চাশ একশত টাকা দিয়ে হলেও তাঁদের পেটে কিছু দেয়ার কোশেশ করি। কতো টাকাই তো আমরা অনর্থক নষ্ট করছি। আসুন, এবার মানবতার তরে কিছু বিলিয়ে দেই। “রোহিঙ্গা শরণার্থী সাহায্য সংস্থা” দক্ষিণ সুরমা উপজেলার পক্ষ থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানের জন্যে ত্রাণতহবিল গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। আপনাদের দেয়া সহায়তা বিশ্বস্ততার সাথে অসহায় রোহিঙ্গাদের হাতে আগামী ২৬শে সেপ্টেম্বর আমরা স্ব-শরীরে গিয়ে পৌঁছে দিবো ইনশা আল্লাহ। সহায়তা করতে আগ্রহী বিবেকবানরা ২৫শে সেপ্টেম্বরের মধ্য নিচের বিকাশ একাউন্ট নাম্বারগুলোতে আপনার ইচ্ছাকৃত টাকা জমা ও যোগাযোগ করুন। মুফতি তাজুল ইসলাম, মোবাইল: 01718036851 (বিকাশ) মাওলানা মাসনুন আহমদ, মোবাইল: 01741616537 (বিকাশ) মাওলানা এনামুল ইসলাম, মোবাইল: 01747096975 (বিকাশ) যে কোনও বিষয়ে জানতে কল করুনঃ কে এম তাহমীদ হাসান (কোষাধক্ষ) মোবাইল 01798741151 (বিকাশ নয়) আহবানে: মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মুহতামিম- জামেয়া রেঙ্গা সিলেট। মাওলানা হাফিজ ফখরুল ইসলাম, মুহাদ্দিস- জামেয়া রেঙ্গা সিলেট। মাওলানা নুরুল ইসলাম বারইগ্রামী, মুহতামিম- বারইগ্রাম মাদ্রাসা সিলেট।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com