শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : সিলেট সদর উপজেলার ঘোপালে আকমল হোসেন (১১) নামে এক শিশুকে নির্যাতন করে হত্যার অভিযোগে মামলা করেছেন তার বাবা। শুক্রবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার পূর্ব রাজনপুর গ্রামের মো. এখলাছ মিয়া এ মামলা করেন। শিশু আকমল ঘোপালে ফুড মার্ক ব্রেড এ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির শ্রমিক।
মামলার বিবরণে জানা গেছে, শিশু আকমল গত দুই বছর ধরে ফুড মার্ক ফ্যাক্টরিতে ১৩০০ টাকা বেতনে চাকরি করছিল। কয়েক দিন আগে আকমলের বাবা এখলাছ মিয়া ছেলের বকেয়া বেতন চাইতে গেলে ফ্যাক্টরির মালিক সদর উপজেলার টুকেরবাজার ঘোপাল এলাকার লন্ডনী বাড়ির মো. ওহাব আলী (৫৫) ও মিস্ত্রী গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ গ্রামের মৃত হাসিবের ছেলে আবদুর রহমানের (৪০) সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে পিটিয়ে আকমলকে আহত করে তারা। আশঙ্কাজনক অবস্থায় আকমলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় শুক্রবার এখলাছ মিয়া বাদী হয়ে ফ্যাক্টরির মালিক ও মিস্ত্রীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে পুলিশ ময়নাতদন্ত শেষে শিশু আকমল হোসেনের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করে। নিহত আকমল ৪ ভাই ও ২ বোনের মধ্যে তৃতীয়।
এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, রহস্য উদ্ঘাটনের জন্য তদন্ত চলছে।