শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্যগীতের পূর্নজাগরনে শ্রীমঙ্গল উপজেলার হাইস্কুল এন্ড কলেজ পর্যায়ে ছাত্রীদের গ্রামীন ও মহিলা শিল্পীদের ধামাইলের প্রতি উৎসাহিতকরন উপলক্ষে ৩ দিনব্যাপী ধামাইল প্রশিক্ষণ কর্মশালা ও প্রদর্শনী শুক্রবার থেকে শুরু হচ্ছে। আয়োজনে সিলেট বিভাগ ধামাইল নৃত্য উন্নয়ন পরিষদ, শ্রীমঙ্গল মৌলভীবাজার। সহযোগীতায় বেঙ্গল ফাউন্ডেশন। তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মাশালায় ও প্রদর্শনীতে ‘উদীচী দক্ষিণ-সুনামগঞ্জ সুনামগঞ্জের একটা টীম শ্রীমঙ্গগল বেঙ্গল ফ্যস্টিভালে ধামাইল নৃত্যসংগীতে অংশগ্রহণ করতে যাচ্ছে অাগামী শুক্রবার। মূল অনুষ্ঠানে যাবার আগে অাজকে ছিলো তাদের নিজেদের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিন,প্রশিক্ষণ কর্মশালা শেষে শিল্পীবৃন্দের মধ্যে শাড়ি বিতরণ করেন লেখক এবং গবেষক প্রভাষক এনামুল কবির। এ সময় অারো উপস্থিত ছিলেন উদীচী দক্ষিণ-সুনামগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্যামল দেব, সহ-সম্পাদক দোলন দেবনাথ, বাউল শফিক, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজন দেবনাথ,কবি কেডি নাথন ও অন্যান্য সদস্যবৃন্দের মধ্যে সুবর্না মিতু, রিন্টি, সোমা, ঝুমা , কাকলি, সুপ্তা, সর্ণা, তন্নি ও সর্মী প্রমুখ।