শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন
গিলমান কে, আর তালুকদার-বিশ্বম্ভরপুর
বার্মার পশুরা সাবধান হুঁশিয়ার, হুঁশিয়ার
বন্ধ কর মুসলমানদের উপর জঘন্যতম অত্যাচার
শুন কুত্তারা, তোরা কি মানব; না দানব …..
এ গণ-হত্যার তরে রোদিতেছে ভব।
কত প্রসূঁতি, বোন ধর্ষনে বন্দী সতিত্ব নাশ,
শিশু বলী, গর্ভবতীর পেট কেঁটে প্রজন্ম বিনাশ।
বহ্নি পুড়ে জ্যান্ত মানুষ পল্লী সদন ছাই,
এরা হিংস্র জানুয়ার, এত নিঠুর নাই কেহ নাই।
নাফ ভরপুর রোহিঙ্গা মর্দ-কামিনির লাশ,
বুদ্ধদের ষঢ়যন্ত্র মুসলিম হটানুর অভিলাষ।
মিয়ানমারে যেন না হয় আযান, রব রাসুলের গন্ধ,
এরা অভিশপ্ত, কাফির, আজাজিল ভক্ত এ হলো দ্বন্দ্ব।
মহির সমুদয়-মানব এক রুধির গড়া-
কেউ কারো পর নয়, নয়- তো-আপন ছাড়া
তবে কেন? মানুষ, মানুষ করে হত্যা,
প্রতিহিংসার তরে ভ্রাতৃত্ব ভূলে বিসর্জন-মানবতা।
খুনি সুচি,ডাইনী, উলঙ্গ, পাপিষ্ট, কু-নারী
পাদুকা, ঝাড়–ঁ মেরে-অভিষাপ দেয়-ধরনীর সব নারী।
ধর্ম জাতের পৃচ্ছা নয়, আমরা সবাই মানুষ-
হত্যা কি; জাত ধর্মের কল্যাণ! হোক, যার যত দোষ।
পক্ষে মিল হত্যার প্রতিবাদি নয় এরা মানুষ না,
সত্যিই তুমি মহৎ দরদী নেত্রি ধন্যবাদ শেখ হাসিনা।
পৃথিবীর শ্রেষ্ট মানবতার নারী, বাংলার নেত্রী হাসিনা,
রোহিঙ্গা শরনার্থী আশ্রয়ধাত্রী তুমি মানবতার চেতনা।
গর্জে উঠ বিশ্ববাসী; বাঁচাতে রোহিঙ্গা মুসলমান
সাড়া দাও, শান্তির দিকে, জাতী সংঘের সমুদয় সু-প্রান ॥