শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক (সুনামগঞ্জ): ছাতকে সাবেক উপজেল চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবি সুজন মিয়া চৌধুরীর মৃত্যুতে কালারুকা ইউপির জামেয়া ইসলামিয়া হাসনাবাদ মাদরাসা প্রাঙ্গনে মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মাদরাসা প্রাঙ্গনে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে ও মাওলানা শওকত আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল (শিক্ষাসচিব) মুফতি মাওলানা সদরুল আমিন, মাওলানা বদরুল আলম, মাওলানা আব্দুল জব্বার, মাওলানা ইসকন্দর আলী, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আব্দুল হক, মাওলানা নোমান আহমদ, মাওলানা আব্দুল হাই দুলন, মাওলানা আমিমুল এহসান, মাওলানা সালেহ আহমদ, মাস্টার শামছুল হক প্রমূখ। সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।