শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন
সামিউল কবির, স্টাফ রিপোর্টার (দক্ষিণ সুনামগঞ্জ) সুনামগঞ্জ: হাওরে বুরো ধান উৎপাদনে ঢল মোকাবেলা সক্ষম আধুনিক কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ সম্পন্ন। শুক্রবার সকাল ১০ ঘটিকায় তাহিরপুর উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রাসারন শিক্ষা বিভাগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত প্রভাষক মোঃ রুকনুজ্জামান-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. আশরাফুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্যে প্রধান অতিথি প্রফেসর মোঃ আব্দুল হালিম প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে আগাম জাতের ধান চাষ ও করনীয় সম্পর্কে অবগত করেন। এই ১ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালায় তাহিরপুর উপজেলার বিভিন্ন ওর্য়াডের ২৫ জন কৃষক অংশগ্রহন করেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সালাম, উপস্থিত ছিলেন ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এছাড়া আরও উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমীর চন্দ্র দাশ, বদরুল আমিন ও সেকশন অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।