সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:২৩ অপরাহ্ন
দিরাই উপজেলা সংবাদদাতা: বেসরকারি শিক্ষক-কর্মচারি কল্যাণ সমিতি দিরাই উপজেলা শাখার নির্বাচন উপলক্ষ্যে শুক্রবার বিকেল ৪টায় নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন উপলক্ষ্যে গঠনতন্ত্র মোতাবেক গঠিত নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
সূত্র মতে, নির্বাচনে লড়তে শামছুল হুদা-দ্বীন ইসলাম-নূরুল আজিজ ও মোস্তফা কামাল পাশা-অসিত বরণ চৌধুরী-নূর হোসেন প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা হয়। সূত্র মতে, ২২৮টি ভোটের মধ্যে কাস্ট হয় ২২০টি। নির্বাচনে ১৫টি পদের মধ্যে শামছুল হুদা-দ্বীন ইসলাম-নূরুল আজিজ প্যানেলের ৪ জন পাস করেন। সূত্র মতে, সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এম মোস্তফা কামাল পাশা, সহ-সভাপতি মোঃ আমিরুল ইসলাম, মোঃ জাকির হোসেন, দেবব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক অসিত বরণ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গির আলম, সূর্যসেনদাস, সাংগঠনিক সম্পাদক মোঃ নূর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক প্রবীর চন্দ্র দাস, অর্থ সম্পাদক বশির আহমদ, সাহিত্য, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, দফতর সম্পাদক মোঃ আনিছুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক আখলাকুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক সাবেনা বেগম, সহ-মহিলা বিষয়ক সম্পাদক রেবা রাণী দাস, সম্মানিত সদস্য আমিনুল ইসলাম, মোঃ আব্দুল জব্বার, আব্দুল কাদির মিয়া, মোঃ নূর উদ্দিন, শৈলেন্দ্র কুমার তালুকদার, মোঃ শাহজাহান আলী, প্রবোধ রঞ্জন তালুকদার, তৃতীয় শ্রেণির কর্মচারি প্রতিনিধি রঞ্জন সরকার, চতুর্থ শ্রেণির প্রতিনিধি কৃষ্ণ গোপাল পাল, আরাধন দান। নির্বাচরে প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার ফখরুল ইসলাম।
সূত্র জানায়, ১৫টি পদের বিপরীতে ২টি প্যানেলের ৫০ জনের জমা দেন। নির্বাচনের তফসিল অনুযায়ি ২৩ অক্টোবর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ২৫ অক্টোবর বাছাই ও প্রত্যাহার এবং ১৭ নভেম্বর নির্বাচন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২২৮ জন।